অরণ্য রিপোর্টের উল্লেখযোগ্য বিষয়
ভারতের বনাঞ্চল সর্বেক্ষণ বিভাগ ২০১৩ সালে যে রিপোর্ট প্রকাশ করেছে তার কতকগুলি উল্লেখযোগ্য বিষয় হল ----
- দেশে অরণ্য এবং গাছে ছাওয়া অঞ্চল ৭৮৯ লক্ষ ২০ হাজার হেক্টর যা দেশের ভৌগোলিক এলাকার ২৪.০১ শতাংশ। ২০১১-র হিসাব অনুযায়ী ২০১৩-তে বনাঞ্চল বেড়েছে ৫৮৭১ বর্গ কিলোমিটার। বেশির ভাগ ক্ষেত্রে এই ধরনের বনাঞ্চলের বৃদ্ধি ঘটেছে যেখানে বন নেই সেই অঞ্চলে, অর্থাৎ পুরনো বনাঞ্চলের বাইরের এলাকাগুলিতে।
- সব চেয়ে বেশি বনাঞ্চলের বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে (৩৮১০ বর্গ কিলোমিটার)। তার পরই ওড়িশায় (১৪৪৪ বর্গ কিলোমিটার)। তৃতীয় স্থানে রয়েছে কেরল (৬২২ বর্গ কিলোমিটার)।
- দেশের মধ্যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে -- ৭৭,৫২২ বর্গ কিলোমিটার। তার পরেই রয়েছে অরুণাচল প্রদেশ -- ৬৭,৩২১ বর্গ কিলোমিটার।
- রাজ্যের মোট ভৌগোলিক এলাকার নিরিখে বনাঞ্চলের হিসাবে সব চেয়ে এগিয়ে মিজোরাম। এই রাজ্যের ৯০.৩৮ শতাংশ এলাকাই বনাঞ্চল। ভৌগোলিক এলাকার হিসাবে এর পরই লাক্ষাদ্বীপ। এই রাজ্যের ৮৪.৫৬ শতাংশ এলাকা বনাঞ্চল।
- ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩ শতাংশ ভৌগোলিক এলাকা অরণ্য অধ্যুষিত। আটটি রাজ্যের ভৌগোলিক এলাকার ৭৫ শতাংশই বনাঞ্চল। এই আটটি রাজ্য হল মিজোরাম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা। সাতটি রাজ্যে ভৌগোলিক এলাকার ৩৩ থেকে ৭৫ শতাংশ বনাঞ্চল। এই রাজ্যগুলি হল গোয়া, সিকিম, কেরল, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলি, ছত্তিসগড় এবং অসম।
- বনাঞ্চলের ভিতরে ও বাইরে বৃদ্ধি হওয়া বনের ও গাছের পরিমাণ ৫৬,৫৮০. ৪৬ লক্ষ কিউবিক মিটার। এর মধ্যে ৪১,৭৩৩.৬২ লক্ষ কিউবিক মিটারে অরণ্যের মধ্যে এবং ১৪,৮৪৬.৮ লক্ষ কিউবিক মিটার বনের বাইরে অবস্থিত।
- দেশের বনাঞ্চলে মোট কার্বন মজুতের পরিমাণ ৬৯,৪১০ লক্ষ টন। ২০১১ সালের রিপোর্ট অনুসারে ২০০৪ সালের তুলনায় কার্বন মজুতের পরিমাণ বেড়েছে ২৭৮০ লক্ষ টন।
পুরো রিপোর্টটি জানতে হলে দেখুন -www.fsi.nic.in
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.