প্লাস্টিক সহজাত ভাবে বিষাক্ত বা ক্ষতিকারক নয়। কিন্তু নানা ধরনের জৈব বা অজৈব অ্যাডিটিভ ব্যবহার করে প্লাস্টিক ব্যাগ তৈরি করা হয়। এই সব অ্যাডিটিভের মধ্যে আছে কালার্যান্ট ও পিগমেন্ট, প্লাস্টিসাইজার, অ্যান্টিঅক্সিডেন্ট, স্টেবিলাইজার এবং ধাতু।
কালার্যান্ট বা পিগমেন্ট জাতীয় পদার্থগুলি শিল্পজাত অ্যাজোডাইস। প্লাস্টিক ক্যারি ব্যাগের রঙ উজ্জ্বল করার জন্য এই অ্যাজোডাইস ব্যবহার করা হয়। এর মধ্যে বেশ কিছু পদার্থ হল কারসিনোজেনিক বা ক্যানসার সৃষ্টিকারী এবং এতে খাদ্যদ্রব্য বহন করা হলে তাতে মিশে যাওয়ার খুবই আশঙ্কা থাকে। পিগমেন্টে থাকে ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু। এটিও স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে।
প্লাস্টিসাইজার হল কম উদ্বায়ী চরিত্রের জৈব এস্টার। এই প্লাস্টিসাইজারও লিচিং-এর ফলে খাদ্যদ্রব্যে মিশে যেতে পারে। প্লাস্টিসাইজারও কারসিনোজেনিক অর্থাৎ ক্যানসার সৃষ্টি করতে পারে। ব্যাগ তৈরি করার সময় তাপজনিত কারণে যাতে তা গলে না যায় তার জন্য অ্যান্টিঅক্সিড্যান্ট এবং স্টেবিলাইজারগুলি দেওয়া হয়। এই অ্যান্টিঅক্সিড্যান্ট এবং স্টেবিলাইজার জৈব বা অজৈব রাসায়নিক পদার্থ।
প্লাস্টিক ক্যারি ব্যাগ বানানোর সময় ক্যাডমিয়াম বা সিসার মতো যে বিষাক্ত ধাতু মেশানো হয় তা-ও গলে গিয়ে খাদ্যদ্রব্যের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। কম মাত্রায় ক্যাডমিয়াম গ্রহণ করলে বমি ভাব বা হার্ট এনলার্জমেন্ট হতে পারে। দীর্ঘ সময় ধরে সিসার সংস্পর্শে এলে তা মস্তিস্কের টিস্যুর ক্ষতি করতে পারে।
ঠিকমতো প্লাস্টিকের ব্যাগ নষ্ট না করলে তা নর্দমা বাহিত হয়ে ড্রেনের মুখ বন্ধ করে দেয়। এর ফলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় ও জলবাহিত রোগের সৃষ্টি হয়। রিসাইকেল করা/রঙিন প্লাস্টিক ব্যাগগুলিতে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা মাটিতে চুইয়ে চুইয়ে ঢোকে এবং মাটি ও ভূগর্ভস্থ জল দূষিত করে। পরিবেশগত দিক থেকে দক্ষ কারিগরি ব্যবস্থা নেই এমন জায়গায় প্লাস্টিক পুনর্ব্যবহার যোগ্য করে তোলার সময় বিষাক্ত ধোঁয়া তৈরি হতে পারে যা পরিবেশগত সমস্যার সৃষ্টি করে। উচ্ছিষ্ট খাবার-সহ ফেলে দেওয়া প্লাস্টিক ব্যাগ বা আবর্জনার সঙ্গে মিশে থাকা প্লাস্টিক ব্যাগ পশুরা খায় এবং তাদের মধ্যে ক্ষতিকারক প্রতিক্রিয়া দেখা দেয়। প্লাস্টিকের মাটিতে মিশে যাওয়ার ক্ষমতা না থাকায় তা যদি মাঠেঘাটে ছড়িয়ে থাকে তা হলে তা ভূগর্ভে জল রিচার্জ করার কাজে বাধা সৃষ্টি করতে পারে। প্লাস্টিক পণ্যের গুণমান বাড়াতে যে কালার্যান্ট ও পিগমেন্ট, প্লাস্টিসাইজার, অ্যান্টিঅক্সিডেন্ট, স্টেবিলাইজার এবং ধাতু ব্যবহার করা হয় তা যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে তা আগেই বলা হয়েছে।
সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম
সর্বশেষ সংশোধন করা : 5/20/2020