বর্জ্য ব্যবস্থাপন ব্যবস্থার ত্রুটি থাকায় প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে ঝঞ্ঝাট দেখা যায়। বিচার বিবেচনা না করে এই ব্যাগে যে অতিরিক্ত রাসায়নিক অ্যাডিটিভ ব্যবহার করা হয় তা নানা ধরনের পরিবেশগত সমস্যা ডেকে আনছে। এর মধ্যে রয়েছে নর্দমার মুখ বন্ধ হয়ে যাওয়া, ভূগর্ভস্থ জলে সংক্রমণ ইত্যাদি।
প্লাস্টিক হল পলিমার জাতীয় পদার্থ যাতে একই ইউনিটের অনু বারবার ব্যবহৃত হয় যাকে মোনোমার বলা হয়। প্লাস্টিক ব্যাগের ক্ষেত্রে মোনোমার হল ইথিলিন। যখন ইথিলিনের অনুগুলি পলিমারাইজ করে পলিইথিলিন পাওয়া যায়, তখন তারা কার্বন অনুর লম্বা শৃঙ্খল রচনা করে সেখানে প্রতিটি কার্বন অনু দু’টি করে হাইড্রোজেন অনুর সঙ্গে বন্ধনে জড়িয়ে থাকে।
তিন ধরনের মৌলিক পলিমার-পলিইথিলিনের মধ্যে একটি দিয়ে তৈরি হয় প্লাস্টিক ব্যাগ। এই পলিমারগুলি হল, হাই ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), লো ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই) এবং লিনিয়ার লো ডেনসিটি পলিইথিলিন (এলএলডিপিই)। মুদির দোকানে আমরা যে ব্যাগগুলি পাই তা মূলত এইচডিপিই দিয়ে তৈরি, ড্রাই ক্লিনারের ব্যাগগুলি এলডিপিই-র। এই দ্রব্যগুলির বড় পার্থক্য হল, পলিমার শৃঙ্খলের বাঁধনের বিভিন্ন মান। এইচডিপিই এবং এলএলডিপিই-র বাঁধনগুলি সোজাসুজি ধরনের, এগুলির কোনও শাখা থাকে না, কিন্তু এলডিপিই-র শাখা থাকে।
পৃথিবীর বিভিন্ন দেশে পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক অগ্রগতি হওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিকের ব্যবহার ক্রমশ বাড়তে শুরু করেছে। বিভিন্ন শহরে প্লাস্টিকের ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হলেও সেই নিষেধাজ্ঞা পালনের ব্যাপারে কোনও পক্ষই উদ্যোগী নয়। এ ব্যাপারে জনসচেতনতারও অভাব রয়েছে। ক্রেতা নিজের সুবিধার প্রয়োজনে বিক্রেতার কাছ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ আদায় করেন। বিক্রেতার তা সরবরাহ করতে ক্ষতি হলেও ব্যবসার প্রয়োজনে দিতে হয়। ইদানীং বেশ কিছু শহরে প্লাস্টিকের মাপের উপর নির্ভর করছে তা ব্যবহার করা যাএব কি না।অধিকাংশ প্লাস্টিক ক্যারি ব্যাগই রিসাইক্লিং করা যায় না। আবার বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলেও প্লাস্টিকের ক্যারিব্যাগ সমস্যা সৃষ্টি করে।
সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম
সর্বশেষ সংশোধন করা : 12/17/2019