করবেন |
করবেন না |
---|---|
কাজের জায়গায় হেঁটে যান অথবা বাইসাইকেল ব্যবহার করুন।(সর্বত্র আপনাকে গাড়ি চালিয়ে যেতে হবে কিনা চিন্তা করুন।) |
আপনার ব্যক্তিগত গাড়ি খুব বেশি ব্যবহার করবেন না। জনসাধারণের জন্য নির্দিষ্ট যানবাহন ব্যবহারের চেষ্টা করুন। |
কার পুল ব্যবহার করুন। দু’জন বা চার জন সহজেই কম খরচে একটি গাড়িতে যেতে পারেন। |
ব্যস্ত সময় এবং ভিড়ে ঠাসা রাস্তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। |
অনুমোদনপ্রাপ্ত পরীক্ষাকেন্দ্র থেকে আপনার গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র করিয়ে নিন। |
এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়ির ইঞ্জিন চালু রাখবেন না। প্রয়োজনে বন্ধ করে আবার ইঞ্জিনে স্টার্ট দিন। |
পরিষ্কার করে কাজ করুন। অটোমোবাইল ফুয়েল ফিল্টার পরিষ্কার রাখুন। জ্বালানি বাঁচান। |
গাড়ির নিয়মিত সার্ভিসিং করিয়ে নিতে ভুলবেন না। যথাযথ অবস্থায় গাড়ি চললে ৯ শতাংশ কম জ্বালানি খরচ হয়। বিষাক্ত ও দূষিত ধোঁয়াও কম নির্গত হয়। |
এয়ার ফিল্টার এবং অয়েল ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা করুন। |
গাড়িতে বিশেষ পরীক্ষানিরীক্ষা করবেন না। যে ধরনের যান্ত্রিক ব্যবস্থা রয়েছে তার উপর নতুন কিছু করবেন না। |
সাইলেন্সর থেকে কার্বন পরিষ্কার করুন। |
পুরনো ব্যাটারি পরিবর্তন করতে ভুলবেন না। যখনই প্রয়োজন হবে পুরনো ব্যাটারি বদলে নতুন ব্যাটারি লাগিয়ে নিন। |
টায়ারের অনুমোদিত বায়ু চাপ বজায় রাখুন। |
ক্লাচটিকে পা রাখার জায়গা হিসাবে ব্যবহার করবেন না। |
ট্রাফিক সিগনাল গুলিকে অবশ্যই মান্যতা দেবেন,তা নাহলে অযথা ট্রাফিক পুলিশের কোপে পরতে হতে পারে। যার ফলে আপনার পথে থাকার সময়সীমা বাড়বে। |
ট্রাফিক সিগনাল না মেনে গাড়ি চালাবেন না। এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। |
লুব্রিকেটিং ব্যবহারের আগে তার গুণমান সম্পর্কে সচেতন হবেন। যে কোনও লুব্রিকেটিং ব্যবহার করবেন না। এর ফলে গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। বাড়বে দূষণ। |
যে কোনও লুব্রিকেটিং গাড়ির যন্ত্রাংশে ঢালবেন না। মোবিল ব্যবহারের ক্ষেত্রেও গুণমান সম্পর্কে সচেতন থাকবেন। এতে গাড়ির দূষণ মাত্রা বজায় থাকবে। |
সুত্রঃ পোর্টাল কন্টেন্ট টিম
সর্বশেষ সংশোধন করা : 7/6/2020