আগামী এক বছরের মধ্যে রাজ্যের ৫০০টি স্কুল, প্রাথমিক স্বাস্হ্যকেন্দ্র ও পার্কে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্হা করা হবে৷ বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ের বলুহাটি হাই স্কুল ও স্হানীয় হাসপাতালে সৌরশক্তি থেকে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করতে এসে এ কথা জানান পরিবেশমন্ত্রী ডাঃ সুদর্শন ঘোষদস্তিদার৷ এ দিন পরিবেশ দফতরের উদ্যোগে রাজ্যের ৮০টি স্কুল ও ২০টি প্রাথমিক স্বাস্হ্যকেন্দ্রে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হা চালু করা হল৷ রাজ্যের ৬টি জায়গা থেকে বৃহস্পতিবার এই প্রকল্পের সূচনা করা হয়৷ হাওড়ার বলুহাটি, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, বর্ধমানের আসানসোল, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বেহালার শরৎসদন এবং শিলিগুড়ির হাকিমপাড়ায় ওই উদ্বোধনী অনুষ্ঠানগুলি হয়৷ হাওড়ার বলুহাটির অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পরিবেশমন্ত্রী সুদর্শনবাবু ছাড়াও সেচমন্ত্রী রাজীব ব্যানার্জি, কৃষি দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না৷ সেচমন্ত্রী বলেন, ‘বলুহাটির অনুষ্ঠান থেকে হাওড়া ও হুগলির বেশ কয়েকটি স্কুল ও প্রাথমিক স্বাস্হ্যকেন্দ্রে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্হা করা হল৷ বৃহস্পতিবার বিকেলে মধ্যমগ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা করলেন পরিবেশমন্ত্রী জানান, পরিবেশকে দূষণমুক্ত করতে ভবিষ্যতে সৌরশক্তির মাধ্যমেই বিদ্যুৎ পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ মধ্যমগ্রামে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক রথীন ঘোষ-সহ বিশিষ্টরা৷ এ দিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পুনর্বাসন হাই স্কুল, মহিষাদলের কেশবপুর হাই স্কুল, রামনগরের বটতলা আনন্দময়ী হাই স্কুল, চণ্ডীপুরের চৌখালি হাই স্কুল, ভগবানপুরের বিভীষণপুর হাই স্কুল, পটাশপুরের খাড় ও মঙ্গামাড়ো হাই স্কুল এবং কালীতলা হাই স্কুল– এই ৯টি আর পশ্চিম মেদিনীপুরের ৩টি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাগজপত্র তুলে দেন পরিবেশমন্ত্রী৷ উপস্হিত ছিলেন সমবায়মন্ত্রী জ্যোতির্ময় কর, বিধায়ক অমিয় ভট্টাচার্য, অখিল গিরি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব সুব্রত মুখার্জি প্রমুখ৷
সূত্র : আজকাল, ১৩ মার্চ ২০১৫
সর্বশেষ সংশোধন করা : 2/14/2020