অনেক সময় অনিবার্য কারণে বিদ্যুৎ সংযোগের মালিকানা বদলের প্রয়োজন হয়ে পড়ে। কোনও জায়গায় হয়তো মৃত পিতা বা পিতামহের জায়গায় পুত্র বা পৌত্র বিদ্যুৎ সংযোগ নেবেন। কোথাও বা ভাড়াটিয়া উঠে যাওয়ার ফলে নতুন ভাড়াটিয়ার নামে একই ঠিকানায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ কোম্পানিগুলি চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য। যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করলে এ সব ক্ষেত্রে বিদ্যুৎ কোম্পানিগুলি মালিকানা বদল করে নতুন নামে বিল পাঠানোর ব্যবস্থা করে। তবে এ ব্যপারে নির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।
বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে মালিকানা বদলে আগ্রহী গ্রাহকদের প্রথমে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অফিস থেকে সংশ্লিষ্ট আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অফিসে। ওই আবেদনপত্রর সঙ্গে জমা দিতে হয় বর্তমান গ্রাহকদের থেকে নেওয়া নো অবজেকশন সার্টিফিকেট/উত্তরাধিকার প্রমাণ/ভাড়াটিয়া প্রমাণ/ লিজ ডিডি। আবেদনপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার থেকে কিছু প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রয়োজন হলে চেয়ে পাঠাতে পারে। এর মধ্যে থাকতে পারে সিকিউরিটি ডিপোজিটের প্রমাণপত্র, নতুন মালিক ও পুরনো মালিকের মধ্যে বিদ্যুৎ সংস্থার কাছে বাকি থাকা টাকা মেটানোর এগ্রিমেন্টের কপি ইত্যাদি। আবেদনকারীকে সমস্ত তথ্য জমা করার পাশাপাশি বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। আবেদনকারী মনে রাখবেন, বকেয়া টাকার মধ্যে কিন্তু সেই মাসের বিদ্যুৎ বিলের টাকা ধরা থাকে না। যদি আবেদনকারী সমস্ত তথ্য ঠিক ভাবে দিয়ে থাকেন তা হলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা পরবর্তী বিলে প্রয়োজনীয় পরিবর্তন করে দেবেন এবং আগের মালিকের শেষ বিদ্যুৎ বিলটি বকেয়া নতুন মালিকের পাওয়া নতুন বিলটির সঙ্গে যোগ করে দেবেন। এখানে মনে রাখতে হবে যাঁর নামে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে তিনি যদি মারা যান তা হলে ওই গ্রাহকের পরিবার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে জানাবে। ওই জানানোর প্রক্রিয়াটির জন্য প্রয়োজনীয় আবেদনপত্র কাছের বিদ্যুৎ সংস্থার অফিস থেকেই পাওয়া যায়।
সূত্র : যোজনা, মে ২০১৪
সর্বশেষ সংশোধন করা : 1/3/2020