শক্তি ব্যবহারের ব্যাপারে পরিবহণ একটি বড় ভূমিকা পালন করে। কী করে পরিবহণে শক্তির ব্যবহার কমানো যায় সে সম্পর্কে কিছু পরামর্শ দেওয়া হল

পরিবহণে শক্তি সংরক্ষণ বিষয়ে পরামর্শ
- নিজের ব্যক্তিগত বাহন বেশি ব্যবহার করবেন না। যেখানে সম্ভব সাধারণ যাত্রীবাহী যানে ভ্রমণ করুন।
- গাড়িতে অতিরিক্ত ভার কমিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় বস্তু যেমন ফ্ল্যাট টায়ার, অপ্রয়োজনীয় মালপত্র, বিশেষ করে ভারী মাল কমিয়ে ফেললে গাড়ির মাইলেজ বাড়ে। বড় গাড়ির তুলনায় ছোট গাড়িতে এ ধরনের অতিরিক্ত মাল কমিয়ে ফেললে জ্বালানি বাঁচানোর দিক থেকে বেশি সুফল পাওয়া যায়।
- গাড়ির ফুয়েল ফিলটার নিয়মিত পরিষ্কার করুন। এতে অনেকটাই জ্বালানি সাশ্রয় হয়।
- সব সময় গাড়ির ইঞ্জিন সাফ বা ‘টিউনড’ করিয়ে নেবেন। এর ফলে গাড়ি মসৃণ ভাবে চলবে। গাড়ি ঠিকমতো চললে এমনিতেই ৯ শতাংশ কম জ্বালানি লাগে। একই সঙ্গে বিষাক্ত ধোঁয়া, গ্যাস নির্গমন কমে।
- ক্লাচটিকে পায়ের বিশ্রাম করার জায়গায় পরিণত করবেন না।
- কোথাও দাঁড়িয়ে থাকার হলে এক মিনিটের বেশি ইঞ্জিন চালু রাখবেন না। দরকার পড়লে ইঞ্জিন রি-স্টার্ট করুন।
- টায়ারের বায়ুর চাপ ঠিকমতো আছে কিনা দেখে নেবেন।
সর্বশেষ সংশোধন করা : 6/15/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.