এখানে মাত্র একটি ইউনিটে সৌরশক্তি গ্রহণ এবং শুকনো করার কাজ সম্পন্ন করা হয়। এর মধ্যে পড়ে ক্যাবিনেট ড্রায়ার, র্যাক ড্রায়ার, টানেল ড্রায়ার, গ্রিনহাউস ড্রায়ার ও মাল্টি র্যাক ড্রায়ার। এগুলি আকারে ছোট এবং একটা ইউনিট হিসাবে কাজ করে।
যে সোলার ড্রায়ারে সৌরশক্তি গ্রহণ করা এবং শুকনো করার কাজটি আলাদা আলাদা ইউনিটে সম্পন্ন করা হয় তাকে ডিস্ট্রিবিউটেড সোলার ড্রায়ার বলা হয়। এই ধরনের ড্রায়ারের দু'টি অংশ থাকে ১) একটি চ্যাপ্টা প্লেটের এয়ার হিটার বা বাতাস গরম করার ব্যবস্থা। ২) একটি শুকনো করার কক্ষ। বাড়ির ছাদে বা মাঠে বসানো চ্যাপ্টা প্লেটের এয়ার হিটারের মাধ্যমে হাওয়া গরম করা হয়। সেই গরম হাওয়া ব্লোয়ারের সাহায্যে ড্রাইং চেম্বার বা শুকনো করার কক্ষে পাঠানো হয়। বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের ড্রায়ার তৈরি করা সম্ভব। কোন আকারের ড্রায়ারের নকশা করা হবে তা নির্ভর করে গরম হাওয়ার তাপমাত্রা কত থাকবে, হাওয়া প্রবাহের পরিমাপ কী হবে, কী ধরনের জিনিস শুকনো করা হবে তার উপর।
এই ধরনের সোলার ড্রায়ারে এয়ার হিটার ও ড্রাইং ইউনিট উভয় জায়গাতেই সৌরশক্তি গ্রহণ করা হয়। শুকনো করার কাজটি অবশ্য কেবলমাত্র ড্রাইং ইউনিটেই হয়। এ ধরনের ড্রায়ারে চ্যাপ্টা প্লেট-যুক্ত সৌর সংগ্রাহকে সৌরশক্তি গ্রহণ করা হয়, আবার শুকনো করার কক্ষের ছাদেও সৌরশক্তি গ্রহণ করার ব্যবস্থা থাকে। যে শিল্পে বড় মাপের শুকনো করা প্রয়োজন হয়, সেখানে সৌরশক্তির সাহায্যে গরম করা বায়ুর সঙ্গে প্রচলিত শক্তির মাধ্যমে গরম করা বায়ুর সংমিশ্রণ করা হয়, ফলে গোটা পদ্ধতির বিশ্বস্ততা বাড়ে এবং একই সঙ্গে প্রথাগত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও অনেকটা কমিয়ে আনা যায়।
সর্বশেষ সংশোধন করা : 3/5/2020