ভাঁজ করা সোলার ড্রায়ার একটি চারকোণা বাক্স যার উপরের দিকটি ত্রিভুজাকৃতি। ড্রায়ারের কালো রঙের ধাতব বর্হিআস্তরণ সূর্যের বিকিরণ শুষে নেয়। ধাতব প্লেটের সাহায্যে ভিতরের বাতাস তাপ গ্রহণ করে। ড্রায়ারের জ্যামিতি এমনই যে গরম হাওয়া উপরের দিকে উঠে যায় এবং ভিতরে রাখা জিনিসে সমান ভাবে তাপ পৌঁছে দেয় এবং আর্দ্রতা শুষে নিয়ে ভিতরের জিনিস শুকনো করে দেয়। উপরের গর্ত দিয়ে এই আর্দ্র বাতাস বেরিয়ে যায়। এই ড্রায়ার খুব সহজে খুলে ফেলা যায়। একে সংরক্ষণ করে রাখা ও কোথাও নিয়ে যাওয়া বিশেষ সুবিধাজনক।
কিসমিস তৈরি করতে, আঙুর, পেঁয়াজ, সবুজ পাতাযুক্ত সবজি, আদা, আমলা ও সবুজ মরিচ শুকোতে, ভেষজ ওষুধ, আম ও কাঁঠালের মণ্ড তৈরি করতে ভাঁজ করা সোলার ড্রায়ার ব্যবহার করা হয়। এই ড্রায়ার ১০, ২৫ ও ১০০ কেজি ক্ষমতাসম্পন্ন হয়।
সাধারণ সূর্যের আলোয় শুকনো করার পদ্ধতির চেয়ে এই ধরনের ড্রায়ার ব্যবহার করলে শুকনো করার সময় পাঁচগুণ কমিয়ে আনা যায়। অনেকটা ওজনও কমানো যায়। যেমন ১০০কেজি আঙুর থেকে ২৫ কেজি কিসমিস বানানো সম্ভব। পরিবেশের উপর এর কোনও ক্ষতিকর প্রভাব নেই।
বিস্তারিত বিবরণের জন্য যোগাযোগ
হেড, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড কোলাবরেশন ডিভিশন
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার
মুম্বাই ৪০০০৮৫
ফ্যাক্স : ৯১-২২-২৫৫০৫১৫১/২৫৫১৯৬১৩
ফোন : ৯১-২২-২৫৫৯৩৮৯৭
ই-মেল : headttcd@barc.gov.in
সূত্র : BARC
সর্বশেষ সংশোধন করা : 3/5/2020