সূর্যালোকে বাড়ির আলোর ব্যবস্থা করা হয় সরাসরি সৌরশক্তিকে সৌর কোষের সাহায্যে বিদ্যুতে পরিণত করে। ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ করে রেখে যখন প্রয়োজন তখন ব্যবহার করা যেতে পারে।
যেখানে ব্যবহার করা যায়
বিদ্যুৎ সংযোগহীন গ্রামীণ এলাকা।
বাড়ি এবং বাণিজ্যিক স্থলে জরুরি আলোর ব্যবস্থা হিসাবে
ঘরে সৌর আলোক ব্যবস্থার অংশ
সোলার পিভি মডিউল (সৌর কোষ)
চার্জ কন্ট্রোলার
ব্যাটারি এবং
আলো জ্বালানোর ব্যবস্থা (আলো ও পাখা)
সোলার মডিউল ছাদে বা খোলা জায়গায় সূর্যের আলোতে রাখা হয় এবং চার্জ কন্ট্রোলার ও ব্যাটারিকে রাখা হয় বাড়ির মধ্যে সুরক্ষিত জায়গায়। ভালো কাজ পেতে হলে সৌর মডিউলকে মাঝেমাঝে পরিষ্কার করতে হয়।
কার্যকাল
গোটা ব্যবস্থার ক্ষমতার উপর কার্যকাল নির্ভর করে। তবে ব্যাটারি পুরো চার্জ দিলে দৈনিক গড়ে ৩-৪ ঘণ্টা ভালোমতো আলো পাওয়া যায়। সূর্য তেমন তেজি নয় বা মেঘলা দিনে ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুতের মাধ্যমে ১-২ ঘণ্টা আলোর ব্যবস্থা করা যায়।