স্বল্প ক্ষমতাসম্পন্ন এবং একক ইউনিট হিসাবে কাজ করে এমন এসপিভি পাওয়ার ব্যবস্থাই হল সোলার জেনারেটর। এই ব্যবস্থার ভিত্তি হল উপযুক্ত আকারসম্পন্ন ব্যাটারি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত পিভি অ্যারে এবং ১২, ২৪ বা ৪৮ ভোল্টের একটা ইনভার্টার।
আলো, পাখা, ক্রেডিট কার্ড অপারেটিং সিস্টেম, পারসোনাল কম্পিউটার ইত্যাদি দু’-তিন ঘণ্টা চালানোর জন্য এই জেনারেটর ব্যবহার করা হয়।
কেন্দ্রীয় সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক ১৫০, ৩৫০, ৪৫০ ও ৬০০ ওয়াটের চার ধরনের সোলার জেনারেটর ব্যবহার করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে। এগুলি ক্ষুদ্র ক্ষমতাসম্পন্ন পেট্রোল চালিত জেনারেটরের পরিবর্তে ব্যবহার করা হয়। শহুরে এলাকায় লোডশেডিংয়ের সময় দোকানে, ক্লিনিকে এবং ছোট ব্যবসা ক্ষেত্রে এই জেনারেটর ব্যবহার করা যায়। এর খরচ সাড়ে তিন হাজার টাকা থেকে এক লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা।
সূত্র : পোর্টাল কনটেন্ট টিম।
সর্বশেষ সংশোধন করা : 7/22/2020