সমস্যা | তার কারণ |
---|---|
গরম জলের কলে জল নেই |
ঃ ঠাণ্ডা জলের সরবরাহ না থাকা ঃ জল বের হওয়ার পথের ভাল্ভ বন্ধ থাকা ঃ পাইপে এয়ার লক হয়ে যাওয়া |
জল একেবারেই গরম হচ্ছে না, যদিও ঠাণ্ডা জলের সরবরাহ ঠিকই রয়েছে। |
ঃ গরম জল হয়তো বেশি ব্যবহৃত হচ্ছে। কী ভাবে জল খরচ হচ্ছে তার হিসাব নিন। ঃ কালেক্টরটি ঠিকমতো ছায়ায় রাখা হয়নি। ঃ কালেক্টর থেকে কোনও জল বের হচ্ছে না। হয়তো এটি আস্তরণ পড়ে বুজে গিয়েছে। নির্মাতার সঙ্গে যোগাযোগ করে তা সারানোর চেষ্টা করুন। |
জল তেমন গরম হচ্ছে না অথবা পর্যাপ্ত পরিমাণে পাওয়াও যাচ্ছে না। |
ঃ মেঘলা আকাশ ঃ জল খরচ অত্যন্ত বেশি হচ্ছে ঃ গরম জলের কল ঘনঘন খোলা-বন্ধ করা হচ্ছে ঃ কালেক্টরটিতে ময়লা পড়েছে। ঃ কালেক্টরের ভিতর বাষ্প জমে গিয়েছে। ফলে সিস্টেমটিকে ঠান্ডা করে তা বের করে আনতে হবে। ঃ কালেক্টরটি অংশত বন্ধ হয়ে গিয়েছে। |
কম পরিমাণে ফুটন্ত গরম জল পাওয়া যাচ্ছে |
ঃ কালেক্টরে জলীয় বাষ্প আটকে আছে। ঃ জল বের হওয়া বা ঢোকার পাইপ চেপ্টে গিয়েছে। |
সূত্রঃ mnre.gov.in
সর্বশেষ সংশোধন করা : 3/21/2020