গার্হস্থ্য সোলার ওয়াটার হিটিং সিস্টেম চালানোর জন্য কোনও বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। কিন্তু নিম্নোক্ত ব্যাপারগুলি ঠিকঠাক খেয়াল করলে সিস্টেমটির কর্মক্ষমতা বাড়ানো যায়।
বেশির ভাগ গরম জল একবারে ব্যবহার করার চেষ্টা করুণ – হয় সকালে, না হয় সন্ধ্যায়। গরম জলের কল যদি খুব বেশি খোলা - বন্ধ করা হয়, তা হলে খুব বেশি বিদ্যুৎ বাঁচানো যায় না। তা হলে খুব বেশি বিদ্যুৎ বাঁচানো যায় না।
যদি ট্যাঙ্কে কোনও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখেন তা হলে থার্মোস্ট্যাটটি সবচেয়ে কম গ্রহণযোগ্য তাপমাত্রায় রাখুন।
উত্তর ভারতের আবহাওয়ায় গরম কালে স্নানের জন্য সচরাচর গরম জলের প্রয়োজন হয় না। এটি যদি সেই সময় ব্যবহার করা না হয় তবে ট্যাঙ্ক থেকে সব জল বের করে কালেক্টরটি ভালো করে ঢেকে রাখার ব্যবস্থা করুন।
যদি গরম কালে কিছুটা গরম জলের প্রয়োজন পড়ে তবে চাহিদা অনুযায়ী গরম জল পাওয়ার জন্য শোষক সংগ্রাহককে আংশিক ঢেকে রাখুন।
সংগ্রাহকে ধুলো পড়লে এর কার্যকারিতা কমে যায়। তাই সপ্তাহে অন্তত এক দিন এটি পরিষ্কার করুন।
রক্ষণাবেক্ষণের জন্য কী প্রয়োজন ?
গার্হস্থ্য সোলার ওয়াটার হিটিং সিস্টেম রক্ষণাবেক্ষণের তেমন জরুরি প্রয়োজন পড়ে না। সাধারণ প্লাম্বারকে দিয়ে ফুটোফাটা সারিয়ে নিলেই চলে।
যদি জল খর হয় তবে ট্যাঙ্কের তলায় আস্তরণ পড়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে অ্যাসিড দিয়ে তা পরিষ্কার করতে হবে এবং এ ব্যাপারটা সরবরাহকারীকে দিয়েই করানো ভালো।
ঢাকা দেওয়ার কাচটি ভেঙে গেলে সরবরাহকারীর কাছ থেকে তা আবার জোগাড় করা যায়।
যদি ট্যাঙ্কের বাইরের দেওয়ালে রঙ দেওয়া থাকে তা হলে চটা ওঠার হাত থেকে বাঁচাতে প্রতি দু’-তিন বছর অন্তর আবার রঙ করিয়ে নিতে হবে।
উৎস : পোর্টাল কন্টেন্ট দল
সর্বশেষ সংশোধন করা : 1/28/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
আপনার রেটিং / মূল্যাঙ্কন
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.