বিআইএস গুণমানসম্পন্ন উপকরণ ব্যবহার করে তৈরি একটি সোলার ওয়াটার হিটার ১৫ থেকে ২০ বছর চলতে পারে। তবে তা রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করে।
সোলার ওয়াটার হিটারে কি বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন পড়ে?
সোলার ওয়াটার হিটিং সিস্টেম কাজে লাগানোর ক্ষেত্রে কোনও ধরনের বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন পড়ে না। মেঘলা দিনের জন্য একটি ব্যাক আপ হিটারের ব্যবস্থা রাখলে তার জন্য বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয়।
সৌরশক্তিতে গরম করা জল ট্যাঙ্কে কত ক্ষণ গরম থাকতে পারে? সূর্য ওঠার আগে ভোরবেলায় কেউ গরম চাইলে পেতে পারেন কি?
গরম জল একটি তাপ নিরোধক ট্যাঙ্কের মধ্যে সঞ্চয় করে রাখা হয়। ট্যাঙ্কটি এমন ভাবে নির্মিত যে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেলেও জল ২৪ ঘণ্টা পর্যন্ত গরম রাখা যায়।
সুতরাং গরম জল পরের দিন ভোরবেলাতেও পাওয়া সম্ভব।
এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে কোনও সরকারি সুবিধা পাওয়া যায় কি?
বাড়িতে সোলার ওয়াটার হিটিং সিস্টেম লাগানোর ব্যাপারে ভারত সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে। কম সুদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মারফত এই ঋণ পাওয়া যায়।