সোলার ওয়াটার হিটিং পদ্ধতির দাম কয়েকটি জিনিসের উপর নির্ভর করে। কতটা ক্ষমতা সম্পন্ন পদ্ধতি ব্যবহার করছি, কতটা ভালো সামগ্রী ব্যবহার করছি, ভিতরের ও বাইরের ট্যাঙ্কে কতটা ভালো জিনিস ব্যবহার করা হচ্ছে, গরম জল পরিবহণের জন্য কতটা পাইপের ব্যবহার করা হচ্ছে এবং সর্বোপরি জিনিসের ব্র্যান্ড ভ্যালুর উপর দাম বা খরচ নির্ভর করছে।
এ দেশে বানানো সাধারণ সিস্টেমের জন্য ২ বর্গমিটার এলাকা বিশিষ্ট বিআইএস অনুমোদিত প্লেট সংগ্রাহকের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা দাম পড়ে( জল পরিবহণের পাইপ ছাড়া)। তবে কে প্রস্তুতকারক, তার উপর দামের কিছুটা হেরফের হয়।
যাতে সারা দিন বাধামুক্ত সূর্যের আলো পাওয়া যায় সেটাই মুখ্য বিবেচ্য।
সাধারণ গার্হস্থ্য সোলার ওয়াটার হিটিং সিস্টেম বাড়ির ছাদে বসানো হয়।
তাপ সংগ্রাহকটি সূর্যের অভিমুখী করে বসাতে হয়। তাই দক্ষিণ দিকে এটি বসানো হয় যাতে সর্বোচ্চ পরিমাণ সূর্যালোক পাওয়া যায়। ফলে দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিক বরাবর সূর্যের আলো পেতে যাতে কোনও অসুবিধা না হয় সে দিকে দৃষ্টি দেওয়া দরকার। জায়গাটি ছায়ামুক্ত হওয়া দরকার।
মোটামুটি একটা নিয়ম হল, ১ X ২ বর্গমিটার বিশিষ্ট সংগ্রাহক বসানোর জন্য ৩ বর্গমিটার এলাকা থাকা প্রয়োজন।
সবচেয়ে ভাল হয় জায়গাটি যদি সমতল হয় এবং বৃষ্টির জলের নিকাশির থেকে দূরে অবস্থিত হয়। বাথরুমের কাছাকাছি হলে আরও ভালো কারণ গরম জল তো সেখানেই সরবরাহ করতে হবে।
সিস্টেমের ভিত্তি থেকে ২.৫ মিটার উঁচুতে ঠান্ডা জল পাওয়া উচিত।
ছাদ ছাড়া অন্যত্র কি সোলার ওয়াটার হিটিম সিস্টেম লাগানো যায়?
বাথরুমের কাছে দক্ষিণমুখী দেওয়ালের গায়ে ব্র্যাকেটের উপর এই সিস্টেম বসানো সম্ভব। কিন্তু এ ধরনের পদ্ধতিতে সিস্টেম লাগানো বেশ কষ্টসাধ্য ও খরচ সাপেক্ষ।
ব্র্যাকেটটি যেন ঠিক ভাবে লাগানো থাকে সে দিকে নজর দিতে হবে।
যাতে সারানোর জন্য সিস্টেমের নাগাল পাওয়া সহজ হয় সে দিকেও নজর দিতে হবে।
গরম জল বণ্টনের জন্য পাইপ বাবদ খরচ এতে খানিকটা কমানো যায় কারণ এটি যেখানে জল ব্যবহার হবে, অর্থাৎ বাথরুমের কাছে বসানো হয়।
সর্বশেষ সংশোধন করা : 8/25/2019
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
আপনার রেটিং / মূল্যাঙ্কন
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.