স্পিরুলিনা উদ্ভিদ হল খাওয়ার উপযুক্ত ‘মাইক্রো অ্যালজি’ বা ছোট শ্যাওলা। এর মধ্যে কোনও বিষাক্ত দ্রব্য নেই, বরং উচ্চ মাত্রায় প্রোটিন ও ভিটামিন রয়েছে। ওষুধ হিসাবেও এর ব্যবহার রয়েছে। কম খরচে গ্রামের মহিলারা যাতে বাড়িতেই স্পিরুলিনা চাষ করতে পারেন তার পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এর জন্য অল্প কিছু বিনিয়োগ ও একটু জায়গা লাগবে। এটিকে লাভদায়ক ব্যবসা হিসাবে ধরা যেতে পারে কারণ শুকনো স্পিরুলিনা ভালো দামে বাজারে বিক্রি হয়।
সর্বশেষ সংশোধন করা : 7/21/2020
কম খরচে স্পিরুলিনা চাষের পদ্ধতি বর্ণনা করা হয়েছে।