- ৩৫ থেকে ৪০ লিটার জল ধরে এমন ক্ষমতাসম্পন্ন তিনটি মাটির পাত্র থেকে এক জনের জন্য প্রতি দিন প্রয়োজনীয় ২ গ্রাম উচ্চগুণসম্পন্ন স্পিরুলিনা পাউডার পাওয়া যায় যার মধ্যে ১০০ শতাংশ ভিটামিন-এ এবং ২০০ শতাংশ ভিটামিন বি-১২ থাকে।
- কংক্রিটের তৈরি পুকুর বা পলিথিনের লাইনিং দেওয়া পিটের তুলনায় মাটির পাত্র ব্যবহার করা অনেক সহজ।
- মাটির পাত্র প্রয়োজনে সহজেই অন্যত্র সরিয়ে নেওয়া যায়।
- যদি কোনও সংক্রমণ বা অন্য দুর্ঘটনা না ঘটে তা হলে স্পিরুলিনা চাষের জন্য মাটির পাত্র বহু দিন ব্যবহার করা যেতে পারে।
- গ্রামের মহিলারা নামমাত্র অতিরিক্ত শ্রমের মাধ্যমে আরও বহু এ ধরনের মাটির পাত্র তৈরি করতে পারেন।
সূত্র : শ্রী এএমএম মুরুগাপ্পা চেত্তিয়ার রিসার্চ সেন্টার, আলগ্যাল ডিভিশন, সাভেরিভিয়ার পুরম, পুদুকোটটাই, তামিলনাড়ু।
সর্বশেষ সংশোধন করা : 4/30/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.