অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

হে বক্স নির্মাণ ও রান্নার পদ্ধতি

হে বক্স নির্মাণ

প্রয়োজনীয় উপকরণ

  • ১। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় ৪৫ সেমি বিশিষ্ট বাক্স --- কাঠ, কার্ডবোর্ড বা বেতের কিংবা ওই মাপের সিমেন্টের ট্যাঙ্ক।
  • ২। তাপনিরোধক বস্তু --- খড়/ধানের তুষ/কাঠের কুচি/কাঠের গুঁড়ো।
  • ৩। চটের থলি

নির্মাণ পদ্ধতি

  • ১। কাঠের বাক্স প্রস্তুত।
  • ২। বাক্সটিতে খড় ভরুন।
  • ৩। প্রায় বাক্সটির মাপের একটি চটের বালিশ নিয়ে তা খড় দিয়ে ভরুন।

রান্নার প্রণালী (উদাহরণ ভাত)

  • ১। একটি পাত্রে ধোয়া চাল নিন। তাতে দ্বিগুণ জল দিন।
  • ২। দশ মিনিটের জন্য পাত্রটি আগুনে বসান।
  • ৩। হে বক্সের মাঝখানে ওই পাত্রটির জন্য জায়গা করুন।
  • ৪। পাত্রটি আগুন থেকে সরিয়ে হে বক্সে করে রাখা জায়গায় বসান এবং খড়ভর্তি বালিশ দিয়ে চাপা দিন।
  • ৫। নিজের উত্তাপেই ভাত ৪৫ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এবং তা ৫-৬ ঘণ্টা গরম থাকবে।
  • ৬। খেয়াল রাখতে হবে, খড় যেন পরিষ্কার থাকে এবং তাতে যেন ভুষো বা রান্না করা খাবার লেগে না থাকে। প্রতি ১৫ দিন অন্তর খড় ২-১ ঘণ্টার জন্য রোদে শুকিয়ে নিতে হবে।

সর্বশেষ সংশোধন করা : 6/22/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate