অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

উনয়ন শীল দেশে আলো জ্বালানোর উদ্যোগ

উনয়ন শীল দেশে আলো জ্বালানোর উদ্যোগ

বিশ্ব জুড়ে আইকিয়ার দোকান আছে। সেই সব দোকান থেকে যখনই একটি সুন্নন আলো বিক্রি হয়, তখনই ইউনিসেফকে একটি করে আলো দেওয়া হয় আর সেই আলোয় ইউনিসেফ বিদ্যুৎবিহীন শিশুদের জীবন আলোকিত করে। এটা আইকিয়ার সামাজিক উদ্যোগের সঙ্গে ইউনিসেফের যৌথ পদক্ষেপ। উন্নয়নশীল দেশে ব্যবহারের উপযোগী করে আইকিয়া সুন্নন আলোগুলি তৈরি করেছে। কঠিন পরিবেশের মধ্য‌েও যাতে কাজ করে এমন মজবুত ভাবে তৈরি আলোগুলি। এক টানা শরীরজ্বালানি গরম চলতে থাকলেও সুন্ননের ব্য‌াটারির কোনও ক্ষতি হয় না।

বিভিন্ন রাজ্যে সুন্নন আলো

উত্তরপ্রদেশে মোট ৬৬,৭৪০টা সুন্নন আলো ৬,৪৯৪টি স্কুল ও মহিলা সাক্ষরতা গোষ্ঠীর মধ্য‌ে বিলি করা হয়েছে। আরও ২৪,২৭০টি আলো রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও গুজরাতে বিলি করা হয়েছে।

গ্রামের মেয়ে মন্তাসা খুশিতে বলে ওঠে, “আলো জ্বললে চার দিক ঝকমক করে, আমার খুব ভাল লাগে। আলো না থাকলে আমাদের রাতের খাবার পর তাড়াতাড়ি শুয়ে পড়তে হত। ভোর ভোর উঠে পড়তে হত। এখন আলো থাকায় রাতেও পড়তে পারছি।”

সূত্র : Photo essay on "Lighting up lives with IKEA SUNNAN lamps"

সর্বশেষ সংশোধন করা : 4/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate