‘বনোলিভ’ আর ‘হজমোলেট’! আর সঙ্গে ‘কাফহিল’।
কোনও বহুজাতিক সংস্থার তৈরি ওষুধ নয়। রাজ্যের বন দফতরের তৈরি ‘ওষুধ’। তা-ও আবার ট্যাবলেট। পুরোপুরি বাণিজ্যিক ভাবে তৈরি ওই ট্যাবলেটগুলি চলতি মাসেই চলে এসেছে বাজারে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সরকারি ছাড়পত্র নিয়েই। আপাতত তিনটি হলেও কিছু দিনের মধ্যে সংখ্যা বেড়ে হতে চলছে আধ ডজন। সবই অবশ্য ‘বনজ’-র ব্র্যান্ডনেমেই।
বন দফতরের ‘নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশন’-এর (এনটিএফপি) উদ্যোগে শিলিগুড়ি মহকুমার তাইপু এলাকার কারখানার তৈরি হচ্ছে এই সব আয়ুর্বেদিক ট্যাবলেট। সরকারি উদ্যোগে রাজ্যে যা প্রথম বার। এর আগে এনটিএফপি ডিভিশন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভেষজ গাছপালার চূর্ণ বা পাউডার প্যাকেটজাত করে বিক্রি করেছে। ডিএফও অরুণ মুখোপাধ্যায় বলেন, “আমরা ভেষজ যে সমস্ত জিনিস প্যাকেটজাত করেছিলাম তা সবই অত্যন্ত বিশুদ্ধ। তাই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সেগুলির খুবই চাহিদা রয়েছে। বহু মানুষের সঙ্গে কথা বলার পরে ট্যাবলেট বা ওষুধ তৈরির পরিকল্পনা মাথায় আসে।”
সর্বশেষ সংশোধন করা : 6/16/2020