দু'বছরের এক শিশু মারা গেল বেঙ্গালুরুর এক হাসপাতালে | ওই বাচ্চা ছেলের মা বাবা দুঃখে ভেঙে পড়লেও এক মহৎ কাজ করেছেন | নিজেদের একমাত্র বাচ্চার হার্ট দান করলেন অন্য এক শিশুকে |
ওই বাচ্চার হার্ট চেন্নাইয়ের ফর্টিস হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হলো | বেঙ্গালুরু পুলিস এই কাজের জন্য ২৫ জনকে নিয়োগ করে | এছাড়া একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দেয় পুলিস | রাস্তায় যাতে কোন রকম দেরী না হয় তাই এর জন্য একটা 'স্পেশাল রুট'ও তৈরী করা হয়েছে |
ওই মৃত শিশুর বাবা জানিয়েছেন এই ঘটনায় উনি এবং ওর স্ত্রী মর্মাহত | কিন্তু ওদের মতো যাতে অন্য বাবা মায়ের কোল খালি না হয়ে যায় তাই ওরা ওদের মৃত বাচ্চার 'ওরগ্যান' দান করলেন |
সুত্রঃ banglalive.com
সর্বশেষ সংশোধন করা : 6/26/2020