প্রাথমিক প্রতিষেধক ব্যবস্থা এবং রোগ নিরাময়ের জন্য প্রয়োজনী স্বাস্থ্য পরিষেবা দেওয়া অধিকাংশ উন্নয়নশীল দেশের সরকারের অন্যতম লক্ষ্যের মধ্যে থাকে। জনসংখ্যা বাড়ছে। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবে মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আকাঙ্খাও বাড়ছে। তাই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া আবশ্যক হয়ে পড়ছে।
কমিউনিটি হেলথ সেন্টারকে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস-এ (আইপিএইচএস) উন্নীত করা জাতীয় স্বাস্থ্য মিশনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হস্তক্ষেপ। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ এবং দায়বদ্ধ উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া এর অন্যতম উদ্দেশ্য।
ধারণা
রোগী কল্যাণ সমিতি (আরকেএস)/হাসপাতাল পরিচালন কমিটি (এইচএমএস) একটি কার্যকরী পরিচালন পরিকাঠামো। এই কমিটি একটি নিবন্ধীকৃত সোসাইটি। গ্রুপ অফ ট্রাস্টি হিসাবে বিভিন্ন সরকারি হাসপাতালের কার্যকর্ম পরিচালনা করে। এটি গঠিত হয় স্থানীয় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, এনজিও, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের নিয়ে, যারা বিভিন্ন সরকারি হাসপাতাল/কমিউনিটি হেল্থ কেয়ার সেন্টার/এফআরইউ-এর সুষ্ঠভাবে কাজকর্ম এবং পরিচালনা সংক্রান্ত বিষয়ে দায়বদ্ধ। সুষ্ঠ এবং উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান বজায় রাখতে আরকেএস/এইচএমএস তার নিজস্ব মত অনুযায়ী স্বাধীন ভাবে তহবিল সংগ্রহ এবং ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।
আরকেএস/এইচএমএস-এর উদ্দেশ্য
সরকার নির্দেশিত হাসপাতাল পরিবেষার ন্যূনতম মান এবং প্রোটোকল বাজায় রাখা সুনিশ্চিত করা
জনস্বাস্থ্য প্রদানকারীর বিশ্বাসযোগ্যতা সুনিশ্চিত করা
তহবিল পরিচলনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা
হাসপাতাল প্রদেয় স্বাস্থ্য পরিষেবা ও সহযোগী পরিষেবার মানোন্নয়ন ও আধুনিকীকরণ
নিজস্ব প্রশাসনিক পরিকাঠামোর মধ্যে থাকা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়নের তত্ত্বাবধান করা
হাসপাতালের এক্তিয়ারে যে সব কেন্দ্র আছে সেখানে স্বাস্থ্য শিবির/প্রচার কার্য চালানো
স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নাগরিক সনদ প্রদর্শন এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির প্রকৌশল গড়ে তোলা
অনুদান, ফি এবং অন্যভাবে সম্পদ সংগ্রহ করা
উন্নতমানের পরিষেবা প্রদানের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরি করা
হাসপাতাল বাড়ি তৈরি এবং সম্প্রসারণের কাজ হাতে নেওয়া
সরকারি নিয়ম মেনে হাসপাতাল চত্বরের যথাসম্ভব ব্যবহার করা
হাসপাতাল চালানোর জন্য সমাজের অংশগ্রহণ বাড়ানো
হাসপাতাল বর্জ্যের বিজ্ঞানসম্মত সাফাইয়ের ব্যবস্থা করা
চিকিৎসক এবং কর্মীদের যথাযথ প্রশিক্ষণ সুনিশ্চিত করা
রোগী এবং পরিচর্যাকারীদের জন্য ভর্তুকি দিয়ে খাবার, জল, ওষুধের ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সুনিশ্চিত করা
হাসপাতাল বাড়ি এবং বিভিন্ন যন্ত্রপাতির যথাযথ ব্যবহার, মেরামতি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ সুনিশ্চিত করা