অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

এনআরএইচএম — দৃষ্টিভঙ্গি

এনআরএইচএম — দৃষ্টিভঙ্গি

  • জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (২০০৫-১২) দেশজুড়ে গ্রামের বাসিন্দাদের কার্যকর স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করেছে। এই মিশন ১৮ রাজ্যকে গুরুত্ব দেয়, যে রাজ্যগুলিতে জনস্বাস্থ্য সূচক একেবারে তলানিতে অথবা/এবং স্বাস্থ্য পরিকাঠামো খুব দুর্বল।
  • এই ১৮ রাজ্যের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিসগড়, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, মণিপুর, মিজোরাম, মেঘালয়, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ।
  • স্বাস্থ্য খাতে খরচ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ০.৯ শতাংশ থেকে বাড়িয়ে ২ থেকে ৩ শতাংশ করার সরকারি আশ্বাসের একটি বহিঃপ্রকাশ এই মিশন।
  • এর লক্ষ্য হল স্বাস্থ্য ব্যবস্থার গঠনগত কাঠামো সংশোধন। জাতীয় সাধারণ ন্যূনতম কর্মসূচির প্রতিশ্রুতিমতো বরাদ্দ বৃদ্ধিকে কার্যকর ভাবে ব্যবহার করে দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিচালনা এবং পরিষেবা প্রদানকে শক্তিশালী করা।
  • এর মূল উপাদান হল –
    • (ক) প্রতিটি গ্রামের জন্য এক জন মহিলা স্বাস্থ্যকর্মী;
    • (খ) পঞ্চায়েতের স্বাস্থ্য ও পরিচ্ছনতা কমিটির নেতৃত্বাধীন একটি স্থানীয় দলের গ্রামের স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করা;
    • (গ) গ্রামীণ হাসপাতালগুলিকে শক্তিশালী করে ভারতীয় জনস্বাস্থ্য মান অনুযায়ী কার্যকরী রোগ নিরাময় ব্যবস্থা এবং তাকে গোষ্ঠীর কাছে দায়বদ্ধ করে তোলা;
    • (ঘ) স্বাস্থ্যের জন্য বরাদ্দকৃত অর্থ ও পরিকাঠামোর যথাযথ ব্যবহার এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান জোরদার করতে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কর্মসূচি ও তহবিল সুসংহত করা।
  • এই মিশন চায় স্থানীয় স্বাস্থ্য ঐতিহ্যের পুনরুজ্জীবন এবং আয়ুষ (আয়ুর্বেদ-যোগ-ইউনানি-সিদ্দা-হোমিওপ্যাথি)-কে জনস্বাস্থ্য ব্যবস্থার মূল ধারার মধ্যে নিয়ে আসা।
  • জেলা স্বাস্থ্য পরিকল্পনার মাধ্যমে পরিচ্ছনতা ও স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং নিরাপদ পানীয় জলের মতো স্বাস্থ্য ক্ষেত্রে নির্ধারণকারী বিষয়গুলোর সংযোগসাধন।
  • জেলা স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে বিকেন্দ্রীভূত কর্মসূচি।
  • জনস্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে আন্ত-রাজ্য এবং জেলাগুলির মধ্যে যে বৈষম্য রয়েছে, বিশেষ করে ১৮টি রাজ্যে, তার মোকাবিলা করতে চায় এই মিশন।
  • এই মিশন নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার লক্ষ্য নির্দিষ্ট করবে এবং তাদের অগ্রগতি জনসমক্ষে প্রকাশ করবে।
  • গ্রামীণ বাসিন্দা, বিশেষত আর্থিক ভাবে দুর্বল মহিলা এবং শিশুরা যাতে ন্যায্য ও যথাযথ, সাশ্রয়ী, দায়বদ্ধ এবং কার্যকর প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারে তা সুনিশ্চিত করতে চায় এই মিশন।

সর্বশেষ সংশোধন করা : 4/27/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate