উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের শিউলি বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও জীবাণুমুক্ত পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুচনা হল। শিক্ষক দিবসে এই প্রকল্প চালু হল। বৃষ্টির জল ছাদে ধরে রেখে এবং তা পরিশোধন করে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স বা হ্যাল-এর সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ এই জল প্রকল্পের রূপায়ণ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না দত্ত জানান, তাঁদের অঞ্চলটি আর্সেনিকপ্রবণ। এখানকার নলকূপের জল ব্যবহার করা যায় না। তাই বৃষ্টির জল ধরে রেখে ও সেই জল ফিল্টার বা পরিশোধন করে এবং তার পাশাপাশি আলট্রাভায়োলেট রে-র সাহায্যে সেই জল জীবাণুমুক্ত করা হচ্ছে। এই ভাবে রোজ সেই জল বিদ্যালয়ের ১০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন জলাধারে পাঠানো হচ্ছে। এই বিদ্যালয়ের ১৮০০ ছাত্রীর প্রতিদিন ৫০০ লিটার জলের চাহিদা এ ভাবেই পূরণ করা হচ্ছে। আর্সেনিকমুক্ত জল পেয়ে ছাত্রীরা খুশি। খুশি এলাকার সাধারণ মানুষজনও। তাঁদের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হল।
সর্বশেষ সংশোধন করা : 1/28/2020