অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

শৌচ সচেতনতার সঙ্গে স্বাধীন উপাদানগুলির সম্পর্ক (সারণি-৪)

শৌচ সচেতনতার সঙ্গে স্বাধীন উপাদানগুলির সম্পর্ক (সারণি-৪)

শৌচালয় ব্য‌স্থার এই অপ্রতুলতার সঙ্গে একাধিক আর্থিক ও সামাজিক বিষয় জড়িত। জল ও শৌচাগার সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, এই অপ্রতুলতার জন্য‌ প্রায় ৫৪০০ কোটি ডলার নষ্ট হয়, যা ২০০৬ সালের হিসেব মতো ভারতের মোট অভ্য‌ন্তরীণ উৎপাদন (জল ও স্বাস্থ্য‌বিধি প্রকল্প, ২০১১)-এর ৬.৪ শতাংশ। এর প্রায় ৭২ শতাংশই স্বাস্থ্য‌জনিত কারণে। নড়বড়ে শৌচালয় ব্য‌বস্থার সামাজিক কুফল এখনও সে ভাবে খতিয়ে দেখা হয়নি। এ সংক্রান্ত তথ্য‌ অসম্পূর্ণ ও অনথিবদ্ধ। ভারতে ৬৫ কোটির কাছাকাছি মানুষ শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত। এই সমস্য‌া মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলিকেও উদ্য‌োগ নিতে হবে। সরকারি কর্মসূচিগুলিতে মূলত গোষ্ঠীভিত্তিক প্রচারের উপর জোর দেওয়া হয়েছে।  আধুনিকীকরণের জেরে জনস্বাস্থ্য‌ ও শৌচাগারের ব্য‌বস্থার উন্নয়ন হয়। আমাদের সমীক্ষার ফলাফল প্রচলিত এই ধারণাকেই সমর্থন করছে। শৌচাগার ব্য‌বস্থার উন্নতিতে সামাজিক কাঠামোগত বহুমুখী উপাদান নির্ভর দৃষ্টিভঙ্গি অত্য‌ন্ত জরুরি। বর্তমানে ভারতে এ সংক্রান্ত যে দু’টি প্রচারাভিযান চলছে, সেই ‘সম্পূর্ণ অনাময় কর্মসূচি’ এবং ‘মহাত্মা গান্ধী স্বচ্ছ ভারত অভিযান’-এ প্রকাশ্য‌ে মলত্য‌াগের অভ্য‌াস বন্ধ করতে বাড়িতে শৌচাগার বানিয়ে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু এই সব শৌচাগার আদৌ ব্য‌বহার করা হচ্ছে কিনা, তা এক বড় প্রশ্ন। আবার শৌচাগার ব্য‌বহারের ফলে রোগের সংক্রমণ কমে বলে যে ধারণা করা হয় তা এখনও যথেষ্ট পরীক্ষিত নয়। জনস্বাস্থ্য‌ উন্নয়নের লক্ষ্য‌ পূরণ করতে হলে শৌচাগার ব্য‌বস্থাকে মানুষের অর্থপূর্ণ ব্য‌বহারগত পরিবর্তনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আমাদের সমীক্ষায় সামাজিক কাঠামোগত এবং সাংস্কৃতিক বেশ কিছু উপাদান নেওয়া হয়েছে, যেগুলি শৌচাগার ব্য‌বস্থার সঙ্গে জড়িত। শিক্ষা এবং পেশার প্রকৃতি এ সংক্রান্ত সচেতনতার সঙ্গে সম্পর্কিত। স্কুলের মতো সামাজিক প্রতিষ্ঠান এবং শ্রমের বাজারও এর উপর প্রভাব বিস্তার করে। অসংগঠিত থেকে সংগঠিত ক্ষেত্রে গেলে শ্রমের বাজারের গঠনগত উপাদানের পরিবর্তন হয়, তার ইতিবাচক প্রভাব পড়ে শৌচাগার ব্য‌বস্থার উপর।

উপাদান

যে ধরনের শৌচ ব্য‌বস্থা রয়েছে

কোনও

সুবিধা

নেই

(শতাংশ)

খাটা

পায়খানা

(শতাংশ)

ফ্লাশ

ব্য‌বস্থা

(শতাংশ)

মোট

পি ভ্য‌ালু

প্রাথমিক শিক্ষায় বেশি শিক্ষিত

২৩.

.

৬৯.

৬৬৭৯৭

১৯০৫০

নলবাহিত/বোতলের জল্য

ব্য‌বহার করে

৩৫.

.

৫৭.

৫৭২৯৬

৭৫৬০

বিদ্য‌ুৎ সংযোগ রয়েছে

২৮.

.

৬৪.

৯৫৬৮৭

২৭৫৯০

টেলিভিশন আছে

২০.

.

৭৩.

৭১০২০

৩২৪৪০

হিন্দু

৪৬.

.

৪৮.

৮৯৮৭৮

৬০৯০

দরিদ্র বা দরিদ্রতম শ্রেণিভুক্ত

৮৪.

.

.

৩১৬৯৩

৩৭৪৭০

আধুনিক পেশায় নিযুক্ত

২২.

.

৭০.

৩৩৪৫২

৬৮১৯

কায়িক পরিশ্রমের সঙ্গে যুক্ত

৪৫.

.

৪৭.

৩৪৩৫৩

৪৫৯

এইডস সচেতনতা রয়েছে

২৬.

.

৬৫.

৭০৯৭১

১৪৮৯০

সুত্রঃ যোজনা জানুয়ারী ২০১৫

সর্বশেষ সংশোধন করা : 6/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate