অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

স্বচ্ছ ভারত অভিযান : দেশের অগ্রগতির পথে এক বলিষ্ঠ পদক্ষেপ

স্বচ্ছ ভারত অভিযান : দেশের অগ্রগতির পথে এক বলিষ্ঠ পদক্ষেপ

  • উপযুক্ত নিকাশি ও বর্জ্য‌ অপসারণ ব্য‌বস্থা
  • মানুষের শরীর থেকে নির্গত বর্জ্য‌ের অপসারণ ব্য‌বস্থা নিরাপদ না হওয়ার কারণে, বিশেষত শহরাঞ্চলে জনস্বাস্থ্য‌ ও পরিবেশ রক্ষাখাতে বেশ ভালো রকম অর্থ ব্য‌য় করতে হয়।

  • উৎসাহদান কর্মসূচির বিকেন্দ্রীকরণ
  • যোগাযোগের আর একটি কৌশল হিসাবে বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে স্য‌ানিটেশন সম্পর্কে চলচ্চিত্র দেখানো যেতে পারে।

  • চাহিদা ও জোগানের মধ্য‌ে ফারাক কমিয়ে আনা
  • অনমায় সমস্য‌া নিরসনের চাহিদা ও জোগানের মধ্য‌ে সঙ্গতি সাধন বিশেষ ভাবে জরুরি। এর অর্থ হল যে সমস্ত এলাকায় এ সুযোগ এখনও পৌঁছয়নি সেই সমস্ত গ্রামে এই সুযোগ পৌঁছে দেওয়া।

  • জনসচেতনতার প্রয়োজনীয়তা
  • জনস্বাস্থ্য‌ের সঙ্গে উপযুক্ত অনাময় ব্য‌বস্থার সম্পর্কটি যে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, সে সম্পর্কে প্রাথমিক স্তরের স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক তথা প্রবীণ নাগরিক—সকলকেই সচেতন করে তোলা একান্ত প্রয়োজন।

  • জলের জোগান
  • বর্তমানে বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশের বসবাসযোগ্য‌ ১৬,৯৬,৬৬৪টি এলাকার মধ্য‌ে মাত্র ১২,৪৯,৬৯৫টি এলাকায় মাথাপিছু প্রতি দিন ৪০ লিটার পানীয় জলের জোগান দেওয়া সম্ভব হয়েছে।

  • দেখভাল ও নজরদারি
  • এই ধরনের একটি বিশাল কর্মসূচির দেখভাল ও নজরদারি নিরঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি একটি বিষয়।

  • পাঁচটি মূল বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন
  • গান্ধীবাদ তথা গান্ধী দর্শন অনুসরণ করেই স্বচ্ছ ভারত অভিযানের সূচনা।

  • সমষ্টির জন্য‌ শৌচাগার
  • বিভিন্ন এলাকায় বাস স্ট্য‌ান্ড এবং বাজার ছাড়াও সমষ্টির জন্য‌ নির্মিত শৌচাগার ব্য‌বহার করে থাকেন প্রধানত জমিজমা নেই এ রকম মানুষ এবং যাদের এক জায়গা থেকে আর এক জায়গায় কাজের সূত্রে যাতায়াত করতে হয় তারাই।

  • স্বাস্থ্য‌বিধির বিভিন্ন কাজ পরিচালন ও রক্ষণাবেক্ষণ
  • স্বাস্থ্য‌বিধির সঙ্গে যুক্ত বিভিন্ন কাজকর্ম ও সংস্থাপনাগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচালন একান্ত জরুরি।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate