অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

স্বচ্ছ ভারত গড়তে সচেতনতার প্রসার ও আইনের অনুশাসনের গুরুত্ব

স্বচ্ছ ভারত গড়তে সচেতনতার প্রসার ও আইনের অনুশাসনের গুরুত্ব

  • অপরিচ্ছন্নতা নিয়ে দেশবাসী উদাসীন
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির ঘোষণা করেন।

  • অপরিচ্ছন্নতা রোখার প্রচেষ্টা
  • আমাদের দেশে যে অপরিচ্ছন্নতা রুখতে কোনও ব্য‌বস্থা নেওয়া হয়নি তা নয়।

  • আইন সম্পর্কে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করতে হবে
  • দেশ স্বাধীন হওয়ার ৬৭ বছর পরেও আমাদের গায়ে অপরিচ্ছন্নতার তকমা সেঁটে রয়েছে।

  • উন্মুক্ত শৌচাগার
  • অত্য‌ন্ত লজ্জার বিষয় যে ভারতে এক বিপুল সংখ্য‌ক মানুষ উন্মুক্ত অঞ্চলে শৌচকর্ম করে থাকে।

  • গঙ্গার দূষণ নির্ণয়
  • গঙ্গার দূষণ নির্ণয়ের একটা মাপকাঠি হল জলে ‘ফিকাল কলিফর্ম’ ব্য‌াকটেরিয়ার পরিমাণ।

  • দারিদ্র এবং অশিক্ষার সঙ্গে অপরিচ্ছন্নতার সম্পর্ক
  • অনেকে বলে থাকেন দারিদ্র দূর করতে না পারলে এবং সেই সঙ্গে মানুষকে শিক্ষিত করে তুলতে না পারলে দেশ থেকে অপরিচ্ছন্নতা দূর করা সম্ভব নয়।

  • দূষণের শিকার জলাশয় ও নদনদী
  • দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইন অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৪০ মাইক্রোনের কম পুরু প্লাস্টিক তৈরি বা ব্য‌বহার নিষিদ্ধ।

  • পলিপ্য‌াকের আগ্রাসন
  • পলিপ্য‌াক আর থার্মোকলের ব্য‌বহার ক্রমশ বেড়েই চলেছে। মাছ বিক্রেতারা প্লাস্টিকের প্য‌াকেটেই কাটা বা আস্ত মাছ ভরে দিচ্ছেন।

  • প্রতি হাজার পরিবার পিছু শৌচাগারের সংখ্য‌া হবে
  • জাতীয় নমুনা সমীক্ষা দফতরের ৬৯-তম সমীক্ষা (জুলাই ২০১২-ডিসম্বর ২০১২)

  • বিভিন্ন দেশের সাফল্য‌
  • আমরা না পারলেও পৃথিবীর অনেক দেশই কিন্তু অপরিচ্ছন্নতাকে জয় করে পরিচ্ছন্ন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

  • শৌচাগারের অভাব
  • শাশ্বতী ঘোষ একটি প্রবন্ধে লিখেছেন, ২০১১ সালেও ৫৩ শতাংশ ভারতীয় বাইরে শৌচকর্ম করতে বাধ্য‌ হন।

  • স্বচ্ছ ভারত গড়ে তোলা কতটা সম্ভব
  • স্বচ্ছ ভারত কর্মসূচি সফল করতে রাজনীতিবিদ থেকে প্রশাসনিক কর্তাব্য‌ক্তি এবং বুদ্ধিজীবী মহলের একাংশ মানুষের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate