অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

চোখের গঠন ও কাজ

দু’ অক্ষরের ছোট্ট শব্দ চোখ৷ চোখের গঠন বেশ জটিল৷ বিভিন্ন অংশ নিয়ে এই চোখ গঠিত, যেমন কর্নিয়া, আইরিস, রেটিনা, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, অপটিক নার্ভ ইত্যাদি৷ ঠিকঠাক দেখার জন্য কর্নিয়া থেকে অপটিক নার্ভ প্রত্যেকেই একটা নির্দিষ্ট ছন্দে কাজ করে৷ ছোট্ট বলের মতো এই চোখ থাকে হাড়ের মজবুত কোটরের মধ্যে৷ আর সামনের দিকের খানিকটা বেরিয়ে আসা অংশ ঢাকা থাকে চোখের পাতা দিয়ে৷ বাইরে দিয়ে চোখের সাদা যে অংশ দেখা যায় তাকে বলে স্কেলেরা৷ কিছু মাংসপেশি দ্বারা চোখ প্রয়োজনমতো ঘুরোনো যায়৷

আমরা যে রঙিন দেখি তা সম্ভব হয়েছে চোখের রেটিনার যে বিভিন্ন স্তর আছে সেটার রড এবং কোণ কোষের কারণে৷ রড এবং কোণ কোষের অন্যতম উপাদান হল ভিটামিন এ৷ এ কারণে ভিটামিন এ- র অভাব হলে রাতকানা রোগ হয়৷

চোখের যত্ন

  • অনেকের অভ্যাস থাকে বারবার চোখ ধোয়ার৷ কিন্তু এটা ঠিক না৷ কারণ বারবার চোখ ধুলে চোখের জলের প্রয়োজনীয় উপাদানও ধুয়ে যায়৷ ফলে চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়৷
  • ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন, টাটকা রঙিন শাকসবজি, ফলমূল এবং ডিম দুধ খেতে হবে৷
  • চোখে কিছু পড়লে রগড়ানো এক দম উচিত না৷ জল দিয়ে ধুতে হবে৷ দরকার মনে হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে৷
  • চোখে কোনও প্রকার আঘাত লাগলে ঠান্ডা জল দিয়ে চোখ ধুতে হবে৷ চোখের আঘাত সাংঘাতিক বিপদ ডেকে আনে৷ তাই দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন৷
  • বাচ্চা জন্মের পর চোখে কোনও সমস্যা দেখা দিলে অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন৷
  • সন্তানকে স্কুলে ভর্তির আগে পারলে চোখের ডাক্তার দেখিয়ে নিন৷
  • সকলের বছরে এক বার চোখ পরীক্ষা করানো উচিত৷
  • ডায়বেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে অবশ্যই চোখ দেখানো উচিত। কেননা ডায়বেটিস চোখের সাংঘাতিক ক্ষতি করে।

চোখের কিছু রোগের নাম নিম্নে দেওয়া হল

  • ১।     চোখে বাইরের কিছু পড়া
  • ২।     চোখ ওঠা
  • ৩।     চোখে ছানি পড়া
  • ৪।     রাতকানা
  • ৫।     অশ্রুথলি বা নালীর প্রদাহ
  • ৬।     গ্লুকোমা
  • ৭।     ট্র্যাকোমা
  • ৮।     টেরিজিয়াম
  • ৯।     ট্যারা চোখ

তথ্য সূত্র : http://infokosh.plandiv.gov.bd/atricle/

সর্বশেষ সংশোধন করা : 6/29/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate