এডস নিয়েও মোটামুটি কর্মক্ষম জীবনযাপন করা যায়। কারণ এই ভাইরাসকে দমিয়ে রাখার মতো অনেক ওষুধ আছে আজ। এবং সেই চিকিত্সা খুব একটা ব্যয়বহুল নয়।
কেন হয়
- রোগীর সঙ্গে সহবাসে বা তাঁর রক্ত শরীরে ঢুকলে। রোগ ছড়ায় মা থেকে গর্ভস্থ সন্তানে, বুকের দুধ খাওয়ালে, সংক্রামিত সিরিঞ্জ দিয়ে ইন্ট্রাভেনাস ইনজেকশন নিলে।
- উল্কিতে ব্যবহৃত সূচ, বিউটি পার্লারে পেডিকিওর, ম্যানিকওর করার যন্ত্রপাতি, ক্ষুর, দাঁত তোলার সরঞ্জাম জীবাণুমুক্ত করে ব্যবহার না করলে সংক্রমণের সম্ভাবনা থাকে।
- ডেনটিস্ট, সার্জেন, নার্স, ওটি বা প্যাথলিজেত কাজ করলে চান্স বেশি।
কী করে বুঝবেন
জ্বর, গা-হাত-পা-মাথাব্যথা, কখনও গলাব্যথা, হাঁচি, কাশি, কয়েক দিনে কমে যায়। এর পর এক এক জনের এক এক রকম উপসর্গ দেখা দিতে পারে। যেমন —
- লাগাতার জ্বর, সব পরীক্ষা করেও কারণ পাওয়া যাচ্ছে না।
- পেট খারাপ চলেছে।
- ক্লান্তি, মাসখানেকের মধ্যে ১০ শতাংশের বেশি ওজন কমেছে।
- একজিমা, সোরিয়াসিস জাতীয় স্কিন ডিজিজ সারতে চাইচে না।
- মুখে ঘা, মারাত্মক কাশি, সর্দি থেকে নিউমোনিয়া, হার্পিস জ স্টার, পেরিঅ্যানাল হার্পিস, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা ইত্যাদি অসুখ দেখা দিতে পারে। অর্থাৎ শরীর ভেঙে পড়ছে, অথচ কারণ পাওয়া যাচ্ছে না বা রোগ সারছে না।
সর্বশেষ সংশোধন করা : 10/17/2019
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.