চোখে ধুলোবালি, ধাতুর টুকরো, উড়ন্ত পোকা ইত্যাদি পড়লে —
জলের ঝাপটা দিন। চোখের পাতা উল্টে দেখে নিন জিনিসটা গেঁথে আছে কি না। থাকলে ওই অবস্থায় বারবার জলের ঝাপটা দিন।
নোংরা রুমাল বা ধারালো কিছু দিয়ে বার করার চেষ্টা করবেন না।
চোখ রগড়াবেন না। জিনিসটি গেঁথে যেতে পারে। বা মণি ছড়ে যেতে পারে।
অসহ্য হলে চোখে রুমাল বেঁধে ডাক্তারের কাছে যান। কারণ ধারালো কিছু ঢুকলে পাতার ওঠানামাতেই চোখের মধ্যে কেটে ছড়ে যেতে পারে।
তীক্ষ্ম ধাতুর টুকরো চোখের মণি ফুটো করে ভেতরে ঢুকে যেতে পারে। বড় চুম্বক বা অন্য কোনও পদ্ধতির সাহায্যে চোখের ডাক্তার সেই ধাতুর টুকরো বার করবেন।
চোখে অ্যাসিড, অ্যালকালি, ব্লিচিং পাউডার পড়লে রোগীকে চিৎ করে শুইয়ে, চোখের পাতা টেনে খুলে, মগ বা কেটলি দিয়ে প্রচুর জল ঢালুন। এর পর ডাক্তারের কাছে যান। চোখে রঙ বা কীটনাশক পড়লেও একই নিয়ম।
গরম তেলের ছিটে পড়লে বা ওয়েলডিং করার সময় আগুনের ফুলকি এসে ঢুকলেও প্রাথমিক কাজ চোখে প্রচুর জল ঢালা এবং যত তাড়াতাড়ি সম্ভব চোখের ডাক্তার দেখানো।
এই জাতীয় সমস্যা এড়াতে সম্ভাব্য ক্ষেত্রে সানগ্লাস ব্যবহার করতে পারলে ভালো।
তথ্য : ডাঃ জ্যোতির্ময় দত্ত
সর্বশেষ সংশোধন করা : 5/2/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
আপনার রেটিং / মূল্যাঙ্কন
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.