অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

চিকিৎসা ও প্রতিরোধ

কী ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে

  • বুকের এক্স-রে
  • রক্ত এবং কফ/শ্লেষ্মা (Mucus)  পরীক্ষা

কখন হাসপাতালে ভর্তি হতে হবে

মারাত্মক নিউমোনিয়া হয়ে থাকলে হাসপাতালে ভর্তি হতে হবে। এ ক্ষেত্রে ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিতে হবে। প্রয়োজনে অক্সিজেনও দিতে হতে পারে। অক্সিজেনের প্রয়োজন না হলে বাড়িতে থেকেও চিকিৎসকের পরামর্শমতো অ্যান্টিবায়োটিক খাওয়ানো যেতে পারে। তবে এ ক্ষেত্রে বাড়িতে ভালো ভাবে রোগীর প্রতি যত্ন নিতে হবে।

চিকিৎসা

কী ধরনের চিকিৎসা আছে

  • অ্যান্টিবায়োটিক খাওয়া
  • ভাইরাস প্রতিরোধী ওষুধ খাওয়া
  • পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম
  • তরল খাদ্য গ্রহণ
  • জ্বর এবং ব্যথা কমানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশ্রাম, পথ্য ও বাড়তি সতর্কতা

  • প্রচুর বিশ্রাম গ্রহণ করতে হবে
  • প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ এবং জল খেতে হবে
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিকমতো ওষুধ খেতে হবে
  • ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে

প্রতিরোধ

নিউমোনিয়া কী ভাবে প্রতিরোধ করা যায়

  • ভালো ভাবে পরিষ্কার করে হাত ধুতে হবে
  • নিজের প্রতি যত্ন নিতে হবে
  • পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে
  • সুষম খাদ্য গ্রহণ করতে হবে
  • ধূমপান করা যাবে না
  • হাঁচি/কাশির সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে।

তথ্যসূত্র : http://www.infokosh.gov.bd/atricle/নিউমোনিয়া

সর্বশেষ সংশোধন করা : 4/25/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate