অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

চিকিৎসা

কী করবেন

  • ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খান।
  • জ্বর এবং দুর্বলতা না কমা পর্যন্ত বিশ্রাম নিন।
  • পেট ভরে খান। ফলের রস, সরবত, দুধ জল বেশি করে।
  • ঠান্ডা জলে মাথা ধুয়ে ঈষদুষ্ণ জলে গা মুছে নিন। জ্বর বেশি হলে একাধিক বার।
  • জ্বর ছেড়ে যাওয়ার সময় প্রচুর ঘাম হয়। ঘাম যেন গায়ে না বসে। ঈষদুষ্ণ জলে ভেজা তোয়ালে দিয়ে ঘাম মুছে, শুকিয়ে নিন।
  • জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হোন।

জটিলতা

  • খুব বেশি জ্বর ১০৫০ – ১০৬০ বা আরও বেশি।
  • রক্তে জীবাণু দ্রুত বাড়তে থাকা। বোঝা যায় রক্ত পরীক্ষা করে।
  • প্রস্রাব কমে আসা, বন্ধ হয়ে যাওয়া, হলুদ বা চায়ের লিকারের মতো প্রস্রাব হওয়া।
  • রক্তে হিমোগ্লোবিন ৭-এর নীচে নেমে যাওয়া।
  • দাঁতে, চোখে, প্রস্রাবে, পায়খানায় বা কাশির সঙ্গে রক্তপাত।
  • শ্বাসকষ্ট, হঠাৎ ঘাম দেওয়া বা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া।
  • রক্তচাপ কমতে থাকা, নাড়ির গতি ক্ষীণ হয়ে আসা।
  • অত্যাধিক বমি।
  • ভুল বকা।
  • তড়কা, অজ্ঞান হয়ে যাওয়া।

ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া

  • ঘুম কমে যাওয়া
  • মাথাঘোরা, বমি
  • কান ভোঁ ভোঁ করা, চোখে কম দেখা
  • মুখ বেঁকে যাওয়া
  • অ্যানিমিয়া, জন্ডিস
  • মানসিকতা অস্থিরতা

এই জাতীয় উপসর্গ দেখা দিলে ডাক্তারকে জানান।

তথ্য : ডাঃ অমিতাভ নন্দী

সর্বশেষ সংশোধন করা : 5/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate