সার্কিট বোর্ড, ব্যাটারি, প্লাস্টিক এবং এলসিডিতে দূষণকারী বা বিষাক্ত পদার্থ সব চেয়ে বেশি থাকে। সারণি ১-এ বিভিন্ন বর্জ্য ও বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সাজসরঞ্জামের প্রধান বিষাক্ত পাদার্থের নাম দেওয়া হল।
সারণি -১ : বৈদ্যুতিন বর্জ্যে বিষাক্ত পদার্থ |
|
বিষাক্ত পদার্থ |
কোথায় থাকে |
আর্সেনিক |
সেমিকনডাকটর, ডায়োড, মাইক্রোয়েব, এলইডি, সৌরকোষ। |
বেরিয়াম |
ইলকট্রন টিউব, প্লাস্টিক ও রবারের ফিলার, লুব্রিকান্ট অ্যাডিটিভ। |
ব্রমিনেটেড ফ্লেমপ্রুফিং এজেন্ট |
সার্কিট বোর্ড (প্লাস্টিক), কেবল, পিভিসি কেবল। |
ক্যাডমিয়াম |
ব্যাটারি, রঞ্জক, রাং, মিশ্র ধাতু, সার্কিট বোর্ড, কম্পিউটারের ব্যাটারি, মনিটর ক্যাথোড রে টিউব। |
ক্রোমিয়াম |
রং/রঞ্জক, সুইচ। |
কোবাল্ট |
ইনসিলউলেটর। |
তামা |
কপার রিবন, কেবল, রঞ্জক। |
সিসে |
লেড রিচার্জেবল, ব্যাটারি, ট্রানজিস্টার, লিথিয়াম ব্যাটারি, পিভিসি স্টেবিলাইজার, লেজার, এলইডি, সার্কিট বোর্ড। |
তরল স্ফটিক |
ডিসপ্লে। |
লিথিয়াম |
মোবাইল টেলিফোন, ফোটোগ্রাফির সরঞ্জাম, ভিডিও (ব্যাটারি)। |
পারদ |
ঘড়ি ও পকেট ক্যালকুলেটরের ব্যাটারি, সুইচ, এলসিডি। |
নিকেল |
মিশ্র্ ধাতু, ব্যাটারি, সেমিকনডাক্টর, রঞ্জক। |
পলিক্লোরিনেটেড বাইফিনাইলস |
ট্রান্সফর্মার, ক্যাপাসিটর। |
সেলেনিয়াম |
ফোটোইলেকট্রিক সেল, রঞ্জক, ফোটোকপির যন্ত্র, ফ্যাক্স যন্ত্র। |
রুপো |
ক্যাপাসিটর, সুইচ (কন্ট্রাক্ট), ব্যাটারি, রেজিস্টার। |
দস্তা |
ইস্পাত, পিতল, মিশ্র ধাতু, ডিজপোজেবল ও রিচার্জেবল ব্যাটারি। |
সর্বশেষ সংশোধন করা : 7/1/2020