ত্বকের ব্যাপারে আজকাল সকলেই কমবেশি সচেতন। মুখে ব্রণ, চোখের নীচে কালো দাগ কিংবা গায়ে র্যাশ দেখলেই ভুরুতে ভাঁজ!
শীতকালে চুলের হাজারো সমস্যা দেখা যায়। চুল পড়ে যাওয়ার সমস্যা তো তার মধ্যে সবচেয়ে কমন। আর যে-ক’টা চুল থাকে, সেটাও খুবই অগোছাল এবং বেসামাল অবস্থায় থাকে।
উজ্জ্বল ও কোমল ত্বকের জন্য কিছু সহজ টিপস।