গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা এড়াতে গর্ভবতী মহিলাদের নিয়মিত রক্তচাপ মাপা খুব গুরুত্বপূর্ণ৷ কারও যদি রক্তচাপ বেশি থাকে (১৪০/৯০ এমএমএইচজি-এর বেশি, বা নীচের দিকে ৯০ এমএমএইচজি-এর বেশি) আর মূত্রে অ্যালবুমিন থাকে, তবে তাকে প্রসূতিদের মৃগীজাতীয় রোগের পূর্ববর্তী (প্রি-এক্ল্যাম্পশিয়া) পর্যায়ে ফেলা হয়। যদি নীচের দিকের রক্তচাপ ১১০ এমএমএইচজি-এর বেশি হয়, তবে তাঁর মৃগীজাতীয় রোগ আসন্ন বলে ধরা হয়। এ রকম মহিলাকে খুব তাড়াতাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা বড় হাসপাতালে পাঠানো উচিত৷ গর্ভাবস্থায় হাইপারটেনশন বা প্রি-এক্ল্যাম্পশিয়া আক্রান্ত মহিলার হাসপাতালে ভর্তি হওয়া দরকার৷
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019
অর্থের জন্য কী ভাবে প্রস্তুত থাকা দরকার তা এখানে ব...
এখানে আইএফএ-র অভাব পূরণ সম্পর্কিত কিছু তথ্য রয়েছে