জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত কর্মপ্রচেষ্টার লক্ষ্যে সংগৃহীত নগদ বা অন্যান্য দান এবং তার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে জাতীয় উন্নয়ন তহবিল গঠন করা হয়। সশস্ত্র বাহিনীর (আধা-সামরিক বাহিনী সহ) সদস্য এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবার-পরিজনের কল্যাণে এই তহবিলের অর্থ ব্যবহার করা হয়। এই তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এক প্রশাসনিক কমিটি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন – কেন্দ্রীয় প্রতিরক্ষা, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রী। তহবিলের কোষাধ্যক্ষ হলেন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের যুগ্মসচিব হলেন এই প্রশাসনিক কমিটির সচিব। তহবিলের অ্যাকাউন্টস রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে। তহবিলের অর্থ পুরোটাই সংগৃহীত হয় জনসাধারণের স্বেচ্ছাদান থেকে এবং তাতে কোনও রকম বাজেট সহায়তা যোগ করা হয় না। অনলাইনেও এই তহবিলে অর্থদানের ব্যবস্থা রয়েছে। pmindia.nic.in, pmindia.gov.in এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার www.onlinesbi.com ওয়েবসাইটে গিয়ে প্রতিরক্ষা তহবিলে অর্থ দান করা যায়। নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিটে অবস্থিত ইন্সটিটিউশনাল ডিভিশনের চতুর্থ তল-এ অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কালেকশন অ্যাকাউন্ট নম্বর হল – ১১০৮৪২৩৯৭৯৯ ।
প্রতিরক্ষা তহবিলের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) হল AAAGN0009F.
জাতীয় প্রতিরক্ষা তহবিল থেকে “প্রধানমন্ত্রীর বৃত্তিদান প্রকল্প” – এর প্রধান প্রধান বৈশিষ্ট্য :-
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন :- https://ndf.gov.in/
তথ্য সুত্রঃ পি এম ইন্ডিয়া থেকে সংকলিত
সর্বশেষ সংশোধন করা : 2/14/2020