অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

পশ্চিমবঙ্গে তফশিলিদের জন্য শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প

পশ্চিমবঙ্গে তফশিলিদের জন্য শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প

শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারেরর অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রক উচ্চ প্রাথমিক স্তরের তফশিলি জাতি ও উপজাতিদের পড়াশোনায় আর্থিক সাহায্য করতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প চালু করেছে। এই ক্ষেত্রে ইতিমধ্যে যে বই কেনা, পড়াশোনা চালু রাখা ও অন্যান্য যে সব বৃত্তি ও ভাতা চালু ছিল, সেগুলি বর্তমানে এই প্রকল্পের অঙ্গে পরিণত হয়েছে। ২০১৪ সালের ২৭ জুন দফতরের প্রধান সচিব সঞ্জয় কে থাড়ে একটি বিজ্ঞপ্তি এই প্রকল্পের ঘোষণা করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলার পরিদর্শক ও অতিরিক্ত পরিদর্শকদের তাঁদের এলাকার প্রতিটি স্কুলকে এ বিষয়ে সচেতন করতে বলা হয়েছে। এই সরকারি নির্দেশের পর থেকে তাঁরা সেই সব স্কুলের এই বিষয়ে নোডাল অফিসারে পরিণত হবেন এবং প্রকল্প কার্যকর করার বিষয়ে যাবতীয় দায়িত্ব তাঁদের উপর বর্তাবে।

এই সংক্রান্ত আবেদনপত্র জেলা স্তরের আধিকারিকরা ছাপিয়ে ব্লক স্তরে পৌঁছে দেবেন, যাতে সেগুলি প্রতিটি স্কুলে পৌঁছয়। প্রার্থীরা ফর্মটির প্রতিলিপি করে, হাতে লিখে, টাইপ করে, হাতে লিখে বা দফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

সমস্ত যোগ্য পড়ুয়া যাতে প্রকল্পের আওতায় আসে এবং কোনও যোগ্য পড়ুয়া যাতে প্রকল্পের বাইরে না থেকে যায়, সে ব্যাপারে সরকারি নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

তফশিলি জাতির পড়ুয়াদের জন্য নির্দেশিকা

পঞ্চম থেকে অষ্টম শ্রেণির তফশিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা

পঞ্চম থেকে অষ্টম শ্রেণির তফশিলি জাতির পড়ুয়াদের জন্য ২০১৪-১৫ থেকে শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প চালু করা হচ্ছে

এই প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ/সুবিধা পাওয়ার জন্য:

  • যে কোনও স্বীকৃত স্কুলের তফশিলি জাতির, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া হতে হবে।
  • পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • ক্লাসে উপস্থিতির হার সন্তোষজনক হতে হবে।
  • বিগত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কেবলমাত্র বিবেচিত হবে।
  • আবেদনকারী ওই সময়ের জন্য অন্য কোনও সরকারি বৃত্তি/ভাতা নিতে পারবে না।
  • পড়ুয়াকে অতি অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট খোলা বাঞ্ছনীয়।
  • আবেদনপত্রের সঙ্গে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যেমন আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নং, ব্যাঙ্ক এবং শাখার নাম ঠিকানা দিতে হবে।
  • ছাত্রাবাসে বসবাসকারী পড়ুয়ারা ভাতা পাবেন কিন্তু এই বৃত্তির জন্য বিবেচিত হবে না ।

বাৎসরিক বৃত্তির পরিমাণ

 

পঞ্চম শ্রেণি

৫০০ টাকা

ষষ্ঠ শ্রেণি

৬০০ টাকা

সপ্তম শ্রেণি

৭০০ টাকা

অষ্টম শ্রেণি

৮০০ টাকা

আবেদনপত্রের জন্য যোগাযোগ

নিজের বিদ্যালয়, কাছাকাছি গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, চক্র অফিস, জেলা প্রকল্প আধিকারিক অনগ্রসর শ্রেণি কল্যাণ

আবেদনপত্রের মূল বয়ানের যে কোনও ধরনের প্রতিলিপি গ্রাহ্য হবে -- এমনকী হাতে লেখা হলেও হবে।

তফশিলি উপজাতির পড়ুয়াদের জন্য নির্দেশিকা

পঞ্চম থেকে অষ্টম শ্রেণির তফশিলি উপজাতির ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা

পঞ্চম থেকে অষ্টম শ্রেণির তফশিলি উপজাতির পড়ুয়াদের জন্য ২০১৪-১৫ থেকে শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প চালু করা হচ্ছে

এই প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ/সুবিধা পাওয়ার জন্য:

  • যে কোনও স্বীকৃত স্কুলের তফশিলি উপজাতির, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া হতে হবে।
  • পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • ক্লাসে উপস্থিতির হার সন্তোষজনক হতে হবে।
  • বিগত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কেবলমাত্র বিবেচিত হবে।
  • আবেদনকারী ওই সময়ের জন্য অন্য কোনও সরকারি বৃত্তি/ভাতা নিতে পারবে না।
  • পড়ুয়াকে অতি অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট খোলা বাঞ্ছনীয়।
  • আবেদনপত্রের সঙ্গে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যেমন আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নং, ব্যাঙ্ক এবং শাখার নাম ঠিকানা দিতে হবে।
  • ছাত্রাবাসে বসবাসকারী পড়ুয়ারা ভাতা পাবেন কিন্তু এই বৃত্তির জন্য বিবেচিত হবে না ।

বাৎসরিক বৃত্তির পরিমাণ

পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি- ৮০০ টাকা

আবেদনপত্রের জন্য যোগাযোগ

নিজের বিদ্যালয়, কাছাকাছি গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, চক্র অফিস, জেলা প্রকল্প আধিকারিক অনগ্রসর শ্রেণি কল্যাণ

: আবেদনপত্রের মূল বয়ানের যে কোনও ধরনের প্রতিলিপি গ্রাহ্য হবে -- এমনকী হাতে লেখা হলেও হবে। :

 

আবেদনপত্র ডাউনলোড ও বিশদে জানার জন্য দেখুন-http://www.anagrasarkalyan.gov.in/htm/sikshashree.html

আবেদনপত্র

  1. Sikshashree Application Form in English
  2. Sikshashree Application Form in Bengali
  3. Guidelines for Scheduled Caste in English
  4. Guidelines for Scheduled Tribe in English
  5. Guidelines for Scheduled Caste in Bengali
  6. Guidelines for Scheduled Tribe in Bengali

সর্বশেষ সংশোধন করা : 6/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate