পশ্চিমবঙ্গ সরকারেরর অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রক উচ্চ প্রাথমিক স্তরের তফশিলি জাতি ও উপজাতিদের পড়াশোনায় আর্থিক সাহায্য করতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প চালু করেছে। এই ক্ষেত্রে ইতিমধ্যে যে বই কেনা, পড়াশোনা চালু রাখা ও অন্যান্য যে সব বৃত্তি ও ভাতা চালু ছিল, সেগুলি বর্তমানে এই প্রকল্পের অঙ্গে পরিণত হয়েছে। ২০১৪ সালের ২৭ জুন দফতরের প্রধান সচিব সঞ্জয় কে থাড়ে একটি বিজ্ঞপ্তি এই প্রকল্পের ঘোষণা করেছেন।
ওই বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলার পরিদর্শক ও অতিরিক্ত পরিদর্শকদের তাঁদের এলাকার প্রতিটি স্কুলকে এ বিষয়ে সচেতন করতে বলা হয়েছে। এই সরকারি নির্দেশের পর থেকে তাঁরা সেই সব স্কুলের এই বিষয়ে নোডাল অফিসারে পরিণত হবেন এবং প্রকল্প কার্যকর করার বিষয়ে যাবতীয় দায়িত্ব তাঁদের উপর বর্তাবে।
এই সংক্রান্ত আবেদনপত্র জেলা স্তরের আধিকারিকরা ছাপিয়ে ব্লক স্তরে পৌঁছে দেবেন, যাতে সেগুলি প্রতিটি স্কুলে পৌঁছয়। প্রার্থীরা ফর্মটির প্রতিলিপি করে, হাতে লিখে, টাইপ করে, হাতে লিখে বা দফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
সমস্ত যোগ্য পড়ুয়া যাতে প্রকল্পের আওতায় আসে এবং কোনও যোগ্য পড়ুয়া যাতে প্রকল্পের বাইরে না থেকে যায়, সে ব্যাপারে সরকারি নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণির তফশিলি জাতির পড়ুয়াদের জন্য ২০১৪-১৫ থেকে শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প চালু করা হচ্ছে
এই প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ/সুবিধা পাওয়ার জন্য:
পঞ্চম শ্রেণি |
৫০০ টাকা |
ষষ্ঠ শ্রেণি |
৬০০ টাকা |
সপ্তম শ্রেণি |
৭০০ টাকা |
অষ্টম শ্রেণি |
৮০০ টাকা |
নিজের বিদ্যালয়, কাছাকাছি গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, চক্র অফিস, জেলা প্রকল্প আধিকারিক অনগ্রসর শ্রেণি কল্যাণ
আবেদনপত্রের মূল বয়ানের যে কোনও ধরনের প্রতিলিপি গ্রাহ্য হবে -- এমনকী হাতে লেখা হলেও হবে।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণির তফশিলি উপজাতির পড়ুয়াদের জন্য ২০১৪-১৫ থেকে শিক্ষাশ্রী বৃত্তি প্রকল্প চালু করা হচ্ছে
এই প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ/সুবিধা পাওয়ার জন্য:
পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি- ৮০০ টাকা
নিজের বিদ্যালয়, কাছাকাছি গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, চক্র অফিস, জেলা প্রকল্প আধিকারিক অনগ্রসর শ্রেণি কল্যাণ
: আবেদনপত্রের মূল বয়ানের যে কোনও ধরনের প্রতিলিপি গ্রাহ্য হবে -- এমনকী হাতে লেখা হলেও হবে। :
আবেদনপত্র ডাউনলোড ও বিশদে জানার জন্য দেখুন-http://www.anagrasarkalyan.gov.in/htm/sikshashree.html
সর্বশেষ সংশোধন করা : 6/5/2020
প্রকল্পটি কী তা এখানে বোঝানো হয়েছে।