অনুচ্ছেদ ৪৬— রাষ্ট্র দুর্বল শ্রেণি, বিশেষ করে তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ বিশেষ যত্ন নিয়ে তুলে ধরবে এবং সব ধরনের শোষণ ও সামাজিক অন্যায়ের হাত থেকে তাদের রক্ষা করবে।
অনুচ্ছেদ ৩৫০— নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার।
অনুচ্ছেদ ৩৫০— মাতৃভাষায় শিক্ষা পাওয়ার সুযোগ।
সামাজিক রক্ষাকবচ
অনুচ্ছেদ ২৩— মানবপাচার, ভিক্ষাবৃত্তি এবং বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ করা।
অনুচ্ছেদ ২৪— শিশুশ্রম বন্ধ করা।
অর্থনৈতিক রক্ষাকবচ
অনুচ্ছেদ ২৪৪, ধারা ১ — অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা ছাড়া অন্যান্য রাজ্যের তফশিলি এলাকা ও তফশিলি উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে পঞ্চম তফশিলের বিধানগুলি প্রযোজ্য হবে। এই অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী অসম, মেঘালয়, মিজোরাম, ও ত্রিপুরার ক্ষেত্রে ষষ্ঠ তফশিলের বিধানগুলি প্রযোজ্য।
অনুচ্ছেদ ২৭৫— সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফশিলভুক্ত নির্দিষ্ট রাজ্যগুলির (তফশিলি এলাকা ও তফশিলি উপজাতি) ক্ষেত্রে অনুদানের ব্যবস্থা করা।
রাজনৈতিক রক্ষাকবচ
অনুচ্ছেদ ১৬৪(১)— বিহার, মধ্যপ্রদেশ ও ওড়িশার জন্য আদিবাসী বিষয় সংক্রান্ত মন্ত্রীর ব্যবস্থা।