তফশিলি জাতি উপ-যোজনা (এসসিএসপি)
শিডিউলড কাস্ট ডেভেলপমেন্ট ব্যুরোর অধীনে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক তফশিলি জাতি উপ-যোজনা (এসসিএসপি) কার্যকর করে। তফশিলি জাতির উপকারের জন্য উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র থেকে যে আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়া হয় তার রূপায়ণ সুনিশ্চিত করাই এই উপ-যোজনার লক্ষ্য। এই পরিকল্পনা অনুসারে রাজ্য সরকার ও বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের বার্ষিক পরিকল্পনার অঙ্গ হিসাবে অর্থের সংস্থান করে স্পেশাল কমপোনেন্ট প্ল্যান (এসসিপি) প্রণয়ন ও রূপায়ণ করতে হয় । এ পর্যন্ত তফশিলি জাতির ভালোরকম বসবাস রয়েছে এমন ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তফশিলি জাতি উপ-যোজনা রূপায়ণ করছে।
সর্বশেষ সংশোধন করা : 6/15/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.