১৯৭৫ সালের ২ অক্টোবর চালু হয়ে আইসিডিএস বর্তমানে বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ ও অনন্য শিশু বিকাশ প্রকল্পের মর্যাদা পেয়েছে। এক দিকে সমস্ত শিশুর জন্য স্কুল-পূর্ববর্তী শিক্ষার ব্যবস্থা করা, অন্য দিকে মৃত্যু, অপুষ্টি, রুগ্নতা আর শিক্ষা অর্জনের অক্ষমতার দুষ্টচক্র ভাঙার চ্যালেঞ্জ --- আইসিডিএস প্রকল্প দেশের শিশুদের কাছে ভারতের অঙ্গীকারের এক সর্বাগ্রগণ্য প্রতীক।
১৯৭৫ সালে নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল।
উপরিউক্ত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে নিম্নলিখিত কাজগুলি হতে নেওয়া হয়েছে।
একটি নির্দিষ্ট পরিষেবার কার্যকারিতা নির্ভর করে আর একটি সহযোগী পরিষেবার উপরে। বিভিন্ন পরিষেবা যদি সুসংহত ভাবে দেওয়া যায় তা হলে তার সামগ্রিক প্রভাব অনেক বেশি হয়। এই বিবেচনা থেকেই একগুচ্ছ পরিষেবা দেওয়ার ধারণাটি গড়ে উঠেছে।
পরিষেবা |
যাদের দেওয়া হচ্ছে |
পরিষেবা প্রদানকারী |
---|---|---|
পরিপূরক পুষ্টি |
৬ বছরের নীচে শিশু ও অন্তঃসত্ত্বা, সদ্য মা হওয়া মহিলা |
অঙ্গনওয়ারিকর্মী, সহায়ক |
প্রতিষেধক |
ওই |
এএনএম\এমও |
স্বাস্থ্য পরীক্ষা |
ওই |
এডব্লিউডব্লিউ\এএনএম\এমও |
সহায়ক পরিষেবা |
ওই |
ওই |
স্কুল-পূর্ববর্তী শিক্ষা |
তিন থেকে ছ বছর বয়সী |
এডব্লিউডব্লিউ |
সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম
সর্বশেষ সংশোধন করা : 6/21/2020
কী ভাবে যৌন নিগ্রহের শিকার হয় শিশুরা তা এখানে বিস্...
কেন শিশুদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার জানানো হয়েছ...