শিশুদের যত্ন ও নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ২০০৯-১০ সালে কেন্দ্রীয় স্পন্সরড স্কিম হিসাবে ইনটিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম (সুসংবদ্ধ শিশু নিরাপত্তা প্রকল্প) কার্যকর করা হয় যার উদ্দেশ্য ছিল আইনি কূটকচালির মধ্যে থেকে শিশুদের জন্য নিরাপদ পরিবেশের ব্যবস্থা করা। প্রকল্পটি বৃহৎ আকারে নেওয়া হয় যার অন্যতম উদ্দেশ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শিশু নিরাপত্তা প্রকল্পগুলিকে এক ছাতার তলায় এনে তাকে উন্নত রূপ দেওয়া। আগের প্রকল্পের আওতার বাইরে থেকে যাওয়া অনেক কিছুকে এই প্রকল্পে স্থান দেওয়া হয়েছে। এর প্রধান লক্ষ্য—‘শিশুর অধিকার সুরক্ষিত করা’ ও ‘শিশুর সর্বাধিক লাভের’ বিষয়টি দেখা।
শিশুদের ক্ষতির আশঙ্কা দূর করে তাদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে মন্ত্রকের বিভিন্ন প্রকল্পগুলিকে একজোট করে আইসিপিএস প্রকল্প চালু করা হয়েছে। মন্ত্রকের বিভিন্ন প্রকল্পগুলিকে একজোট করে আইসিপিএস প্রকল্প চালু করা হয়েছে | প্রকল্পের লক্ষ্য প্রয়োজনীয় পরিষেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, পরিকাঠামো সুদৃঢ় করা, প্রত্যেক বিভাগের ক্ষমতা বাড়ানো, শিশু সুরক্ষা সংক্রান্ত ডেটা বেস তৈরি করা এবং জ্ঞান বৃদ্ধি করা, পরিবারের ও গোষ্ঠীর অভ্যন্তরে শিশুর নিরাপত্তার ব্যবস্থা করা এবং প্রতিটি বিভাগের মধ্যে সমন্বয় সাধন।
আইসিপিএসের আওতায় আরও উন্নত পরিষেবা পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ দফতর ১ এপ্রিল ২০১৪ থেকে সংশোধিত আর্থিক নিয়ম চালু করেছে। এগুলির কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন হল ---
আইসিপিএস এবং জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট ২০০০ এবং মডেল রুল ২০০৭ অনুযায়ী শিশু হদিশ সংক্রান্ত পোর্টাল তৈরি করা হয়েছে। আইসিপিএসের আওতায় রাজ্য সরকারকে চাইল্ড ট্র্যাকিং সিস্টেম বা শিশুদের হদিশ করার ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তথ্য ঢোকানো যাবে এবং নিখোঁজ শিশুর সঙ্গে খুঁজে বের করা শিশুর বিবরণ মিলিয়ে দেখা যাবে। পাশাপাশি এই প্রকল্পে যারা উপকৃত হয়েছে তাদের ব্যাপারে অগ্রগতি সম্পর্কে অনুসন্ধান করা যাবে। এই ভাবে এই পোর্টালের মাধ্যমে আইসিপিএসের অধীনে শিশুদের কল্যাণ ও যথাযথ নজরদারি সুনিশ্চিত করা যাবে। বিভিন্ন হোম, শিশু কল্যাণ কমিটিগুলিকে কমপিউটার, কর্মী দিয়ে সহযোগিতা করা হবে যাতে সঠিক ভাবে তথ্য সংরক্ষণ করা যায়।
উৎস : পোর্টাল কন্টেন্ট দল
সর্বশেষ সংশোধন করা : 11/13/2019
কেন সুসংহত শিশু বিকাশ প্রকল্প হাতে নেওয়া হল, কী পর...
কী ভাবে যৌন নিগ্রহের শিকার হয় শিশুরা তা এখানে বিস্...