ইনসুলেটেড বক্স তাপ প্রতিরোধক। এটা ফিশারিজ ও ফুড প্রসেসিং সেক্টরে ব্যবহৃত হয়। ইনসুলেটেড বক্সে বরফের মধ্যে মাছ রাখলে মাছের টাটকা ভাব বজায় থাকে। তা ছাড়া এতে বরফ গলার মাত্রাও কম থাকে। এই দু’টি কারণে মাছের কোয়ালিটি ভালো থাকে এবং এর ফলে এই বাক্স ব্যবহারকারীদের আয় বাড়ে।
ইনসুলেটেড কনটেনার/বাক্স ব্যবহারের সুবিধাগুলি হল :
ফিশভেন্ডার / বিক্রেতাদের নিরাপদ ও সম্মানজনক জীবিকা নির্বাহের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।
প্রোটিনে ভরপুর মাছ অল্প সময়ে পচনশীল হওয়ার জন্য বাজারজাত করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় এবং পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা অবলম্বন করতে হয়।
ক্রেতাদের টাটকা মাছ সরবরাহ করে সন্তুষ্ট করা এবং ফিশভেন্ডারদের উপার্জনের পথ তরান্বিত করার লক্ষ্যে রাজ্য মৎস্য দফতর ফিশভেন্ডারদের জন্য ইনসুলেটেড বক্স বিতরণের প্রকল্প চালু করেছে।
প্রকল্পের নাম |
ডিসট্রিবিউশন অফ হাইজেনিক ইনসুলেটেড বক্স টু ফিশ ভেন্ডারস/কালেক্টরস |
প্রকল্পের উপকরণ |
পরিকাঠামো ও সম্পদ |
প্রস্তাবিত ইউনিটের সংখ্যা |
২০৫৫৮ |
প্রতি ইউনিটে খরচ |
০.০৩৩ লক্ষ টাকা |
প্রস্তাবিত অর্থের পরিমাণ |
৬৭৮.৪১৪ লক্ষ টাকা |
সহায়তার ধরন |
৭০ লিটার ক্ষমতাসম্পন্ন ইনসুলেটেড বক্স সরবরাহ |
প্রকল্পের মেয়াদ |
এক বছর |
রূপায়ণকারী সংস্থা |
মৎস্য অধিকার, পশ্চিমবঙ্গ |
ক্রমিক সংখ্যা |
বিষয় |
কস্ট পার ইউনিট (টাকা) |
১ |
ডিসট্রিবিউশন অফ হাইজেনিক ইনসুলেটেড বক্স ৭০ লিটার ইনক্লুডিং ট্রান্সপোরটেশন অ্যান্ড অল আদার কস্ট। |
৩৩০০.০০ |
(তিন হাজার তিনশো টাকা)
তথ্যসূত্র : মৎস্য দফতর, পশ্চিমবঙ্গ সরকার
সর্বশেষ সংশোধন করা : 12/9/2019