ঢলে পড়া (Wilt) রোগ
রোগের কারণ
ফিউজারিয়াম অক্সিস্পোরাম (Fusarium oxysporum) নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে।
রোগের বিস্তার
ছত্রাকটি মাটি ও বীজ কন্দে বেঁচে থাকে। উষ্ণ আবহাওয়া, বেশী বৃষ্টিপাত ও হালকা মাটিতে এ রোগটি বেশী দেখা যায়। কম পরিমানে ফসফেট ও বেশী পরিমান নাইট্রোজেন সার প্রয়োগ করলেও রোগটি বাড়ে।
রোগের লক্ষণ
- কন্দ আক্রান্ত হলে পঁচে যায় ।
- আক্রান্ত গাছের ডাল ও পাতা নেতিয়ে পড়ে।
- পরবর্তীতে সবগুলো ডাল ঢলে পড়ে এবং গাছ মারা যায়।
রোগের প্রতিকার
- রোগ প্রতিরোধী জাত চাষ করতে হবে।
- এ রোগ হয় না এমন ফসলের সাহায্যে শষ্য পর্যায় করতে হবে।
- রোগমুক্ত বীজ কন্দ সংগ্রহ করতে হবে।
- কন্দ তোলার সময় আঘাত জনিত ক্ষত এরাতে হবে।
- সুষম সার প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন সার ভেংগে ভেংগে প্রয়োগ করতে হবে।
- কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) অথবা কার্বোক্সিন + থিরাম (যেমন-প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি) প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম হারে মিশিয়ে কন্দ আধা ঘন্টা ভিজিয়ে রেখে ছায়ায় শুকিয়ে নিয়ে জমিতে রোপন করতে হবে।
- জমিতে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) অথবা কার্বোক্সিন + থিরাম (যেমন-প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
পাতা ঝলসানো (Leaf blight) রোগ
রোগের কারণ
সেপটোরিয়া ক্রিসানথেমি (Septoria chrysanthemi) নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে।
রোগের বিস্তার
অসময়ে বৃষ্টিপাত হলে রোগটি বাড়ে।
রোগের লক্ষণ
- নীচের পাতায় প্রথমে হলদে, ছোট ছোট দাগ হয়।
- পরে দাগগুলি গাঢ় বাদামী বা কালো হয়ে যায়।
- ছোট দাগগুলির উপর আতস কাঁচ ধরলে অসংখ্য সাদাা স্পোরের স্তুপ দেখা যায়।
- শুরুতে দাগগুলি কয়েক মি.মি. থেকে দুই সেন্টিমিটার পর্যন্ত হয়।
- আকৃতিতে অনির্দিষ্ট হলেও শিরার প্রভাবে লম্বাটে ইংরাজী V অক্ষরের মত হয়।
- এগুলি বেড়ে পাতাটি ঝলসে যায়।
- মাটির সংস্পর্শে আসা পাতাগুলি রোগাক্রান্ত হয়ে ঝলসে যায়।
- পাতাতে রোগ বেশী হলেও ডগা ও ফুলেও আক্রমন ঘটে।
রোগের প্রতিকার
- গাছের গোড়াতে খড় জাতীয় মালচ্ ব্যবহার করলে তলার পাতার আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে।
- পরিমিত সেচ প্রদান করতে হবে এবং সেচের সময় লক্ষ্য রাখতে হবে যেন গোড়ার পাতা না ভিজে।
- জমিতে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) প্রতি লিটার পানিতে ১ গ্রাম অথবা ট্রাই ব্যাসিক কপার সালফেট (যেমন-কিউপ্রোক্স্যাট ৩৪৫ এসসি) ১ লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার গাছে স্প্রে করতে হবে।
সাদা গুড়া (Powdery mildew) রোগ
রোগের কারণ
এরিসাইফি পলিগনি (Eryshphe polygoni) নামক ছত্রাক দ্বারা এরোগ হয়ে থাকে।
রোগের বিস্তার
আর্দ্র ও ছায়াচ্ছন্ন স্থানে রোগটি বেশী হয়। অল্প জায়গাতে বেশী গাছ থাকলেও রোগ বাড়ে। গুড়ি গুড়ি বৃষ্টি ও রাতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করলে এ রোগের প্রকোপ বেশী হয়।
রোগের লক্ষণ
- পাতার উপর পিঠে সাদা পাউডারের মত অসংখ্য গুড়া দেখা যায় যা ছত্রাক স্পোর।
- পরে সমস্ত পাতায় এই সাদা আস্তরণ ছড়িয়ে পড়ে।
- আক্রান্ত পাতা ফ্যাকাশে হয়ে শুকাতে থাকে।
- পরবর্তীতে পাতা শুকিয়ে ঝড়ে যায় ।
- ফুল ও কলি বড় হয় না।
- ফলে ফুলের ফলন অত্যধিক ক্ষতিগ্রস্থ হয়।
রোগের প্রতিকার
- গাছের পরিত্যক্ত অংশ পুড়ে ফেলতে হবে।
- রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে।
- রোগের প্রকোপ কম হলে দ্রুত বেগে পানি স্প্রে করেও দমন করা যায়।
- সোডিয়াম বাইকার্বোনেট (যেমন-বেকিং সোডা) ১ লিটার পানিতে ৫ গ্রাম হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর ৩-৫ বার স্প্রে করতে হবে।
- রোগ দেখা মাত্রই সালফার জাতীয় ছত্রাকনাশক (যেমন-থিয়োভিট ৮০ ডব্লিউজি বা কুমুলাস ডিএফ) ১ লিটার পানিতে ২ গ্রাম হারে অথবা প্রোপিকোনাজোল (যেমন-টিল্ট ২৫০ ইসি) ১ লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া (Bacterial wilt) রোগ
রোগের কারণ
আরউইনিয়া ক্রিসানথেমি (Erwinia chrysanthemi) নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে।
রোগের বিস্তার
জীবানু মাটিতে বসবাস করে। মাটির আর্দ্রতা বেশী হলে রোগ বাড়ে।
রোগের লক্ষণ
- কাটিং-এ আক্রমন হলে গোড়াতে কালো বা বাদামী রংয়ের পচন দেখা যায়।
- ডাঁটার উপরেও পচন দেখা যায়।
- মাঝে মাঝে পাতার কিনারে ঝলসে যায়।
- ফলে গাছটি ঝিমিয়ে পড়ে ও মারা যায়।
|
চিত্র: চন্দ্রমলিকার ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের লক্ষণ |
রোগের প্রতিকার
- রোগমুক্ত বীজ কন্দ সংগ্রহ করতে হবে।
- রোগ প্রতিরোধী জাত চাষ করতে হবে।
- এ রোগ হয় না এমন ফসলের সাহায্যে শষ্য পর্যায় করতে হবে।
- কন্দ তোলার সময় আঘাত জনিত ক্ষত এরাতে হবে।
- ব্যাকটেরিয়া নাশক মিউপিরোসিন (যেমন-ব্যাকট্রোবান) ১ লিটার পানিতে ৪ গ্রাম হারে মিশিয়ে চন্দ্রমলিকার কাটিং বা কন্দ আধা ঘন্টা ডুবিয়ে ছায়ায় শুকিয়ে নিয়ে রোপন করতে হবে।
- জমিতে রোগ দেখা দিলে ব্যাকটেরিয়া নাশক মিউপিরোসিন (যেমন-ব্যাকট্রোবান) ১ লিটার পানিতে ৪ গ্রাম হারে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার গাছের গোড়ায় স্প্রে করতে হবে।
সূত্র ও লেখকঃ বিজ্ঞানী ড. কে. এম. খালেকুজ্জামান