বিজ্ঞান গবেষণা নিয়ে আগেই বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ সই করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এ বার কলা বিভাগের বেশ কয়েকটি বিষয়কে বিশ্বের সামনে তুলে ধরতে মার্কিন বিশ্ববিদ্যালয় ওয়েবস্টারের থাইল্যান্ড শাখার সঙ্গে মউ সই করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ। ১৮ ফেব্রুয়ারি বিকেলে শহরের বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে ওয়েবস্টার থাইল্যান্ডের তরফে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেক্টর রতীশ ঠাকুর, ক্লডিয়াস চিকুসহো এবং রেচেল রুডলফ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সহ উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার বাসব চক্রবর্তী প্রমুখ। উপাচার্য বলেন, ‘বৌদ্ধশাস্ত্র ও পালি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, বিদেশনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, এই তিনটি বিষয়ে ওয়েবস্টারের সঙ্গে যাতে আদান-প্রদান করা যায়, সেই উদ্দেশ্যেই এই মউ স্বাক্ষর। কারণ লেখাপড়া বিষয়টিকে কোনও দেশ বা এলাকার সীমারেখা দিয়ে আবদ্ধ করা যায় না। কলকাতা বিশ্ববিদ্যালয় সেটা কখনওই করেনি’। রেক্টর রতীশ ঠাকুর বলেন, ‘ভারত লুক ইস্ট নীতিতে অবিচল। তার মাধ্যমেই আসিয়ান দেশগুলির সঙ্গে অর্থনৈতিক আদান-প্রদানের পাশাপাশি তার সংস্কৃতি ও অন্যান্য বিষয় নিয়ে বৌদ্ধিক স্তরে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক থাকলে সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়’।
সূত্র: এই সময়, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
সর্বশেষ সংশোধন করা : 6/26/2020