অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

জ্ঞানবিষয়ক ক্ষেত্র

জ্ঞানবিষয়ক ক্ষেত্র

জ্ঞানবিষয়ক ক্ষেত্র (ব্লুম, ১৯৫৬) বলতে জ্ঞান ও বুদ্ধিগত দক্ষতার বিকাশ। এর মধ্যে পড়ে কোনও নির্দিষ্ট ঘটনা মনে করা বা স্বীকৃতি দেওয়া, পদ্ধতিগত গঠন, এবং যে ধারণাগুলি বুদ্ধিগত দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধিতে সহায়তা করে। সরলতম আচরণ থেকে শুরু করে জটিলতম পর্যন্ত, নিম্নলিখিত ছ’টি বিভাগ নিয়ে আলোচনা করা হল। ধরা যেতে পারে এই বিভাজন জটিলতার মাপকাঠিতে সাজানো হয়েছে। পরবর্তী বিষয়ে অগ্রসর হওয়ার পূর্বে পূর্ববর্তী বিষয়ে পারদর্শিতা ও দখল থাকা আবশ্যক।

বিভাগ

উদাহরণ ও মূল শব্দ

জ্ঞান : তথ্য ও স্বীকৃত বিষয়সমূহ মনে করা।

উদাহরণ --- নীতি বর্ণনা করা। স্মরণশক্তি প্রয়োগ করে ক্রেতাকে পণ্যের দাম জানানো। সুরক্ষাবিধি জানা।

মূল শব্দ --- সংজ্ঞা দেওয়া, বর্ণনা করা, শনাক্ত করা, জানা, সূচি করা, তালিকা করা, মিল দেওয়া, নাম করা, খসড়া করা, মনে করা, স্বীকৃতি দেওয়া, প্রতিরূপ রচনা করা, কোনও কিছু বলা বা লেখা।

বোধশক্তি : অর্থ বোঝা, অনুবাদ, প্রক্ষিপ্ত অংশ এবং নির্দেশাবলী ও সমস্যাগুলি সঠিক ভাবে বোঝা। নিজের সমস্যা নিজের ভাষায় বলা।

উদাহরণ --- পরীক্ষামূলক লিখনের মৌলিক বিষয়গুলির পুনর্লিখন। নিজের ভাষায় জটিল কর্মপদ্ধতি বর্ণনা। কম্পিউটার স্প্রেডশিটে সমীকরণ সাজানো।

মূল শব্দ --- বোঝা, পরিবর্তন করা, সমর্থন করা, স্বতন্ত্র করা, মূল্য নিরূপণ করা, ব্যাখ্যা করা, বিস্তৃত করা, সাধারণীকরণ, উদাহরণ দেওয়া, মন্তব্য করা, উপসংহার টানা, শব্দান্তরে অর্থ প্রকাশ করা, ভবিষ্যৎবাণী করা, পুনর্লিখন করা, সারাংশ করা, অনুবাদ করা।

ব্যবহারিক দিক : নতুন কোনও অবস্থায় অর্জিত সাধারণ ধারণার ব্যবহার। শিক্ষাকক্ষে অর্জিত শিক্ষার কর্মক্ষেত্রে প্রয়োগ।

উদাহরণ --- কর্মচারীদের ছুটির হিসাব করার জন্য নির্দেশিকা ব্যবহার। লিখিত পরীক্ষার মুল্যায়নে সংখ্যাতত্ত্ব আইন প্রয়োগ।

মূল শব্দ --- প্রয়োগ করা, পরিবর্তন করা, হিসাব করা, নির্মাণ করা, প্রদর্শন করা, আবিষ্কার করা, রদবদল করা, সংশোধন করা, কার্যকর করা, অনুমান করা, প্রস্তুত করা, উৎপাদন করা, সম্পর্ক তৈরি করা, দেখানো, সমাধান করা, ব্যবহার ক

বিশ্লেষণ : বস্তু ও ধারণার বিভাজনের মাধ্যমে সাংগঠনিক পরিকাঠামো সম্পর্কে অবগত হওয়া।

উদাহরণ --- যুক্তি দিয়ে সমস্যার সমাধান। বিচারশক্তির সাহায্যে ভুল ধারণাগুলি অবগত হওয়া। বিভিন্ন বিভাগ থেকে তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনীয় ও নির্দিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা।

মূল শব্দ --- বিশ্লেষণ করা, ভেঙে পড়া, তুলনা করা, বৈসাদৃশ্য দেখাতে তুলনা করা, নকশা করা, বিনির্মাণ করা, পৃথক করা, বৈষম্য করা, শনাক্ত করা, দৃষ্টান্ত দেওয়া, উপসংহার টানা, খসড়া করা, সংযোগ সাধন করা, বাছাই করা, বিভাজন করা।

সংযোজন : বিভিন্ন বৈচিত্র্যময় বস্তুর সমন্বয়ে একটা আকার বা কাঠামো নির্মাণ। বিভিন্ন অংশগুলিকে জোড়া লাগিয়ে তা সম্পূর্ণ করা যাতে একটি নতুন অর্থ বা কাঠামো তৈরি করা যায়।

উদাহরণ --- সংস্থার কাজ বা কর্মপদ্ধতি সম্পর্কে নির্দেশিকা রচনা। নির্দিষ্ট কাজের জন্য যন্ত্রের নকশা করা। বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত প্রশিক্ষণের সমন্বয়ে সমস্যার সমাধান। ভালো ফলাফলের জন্য সংশোধন করা।

মূল শব্দ --- ভাগ করা, সংযুক্ত করা, সংকলন করা, রচনা করা, সৃষ্টি করা, উদ্ভাবন করা, নকশা করা, ব্যাখ্যা করা, উৎপাদন করা, সংশোধন করা, সংগঠন করা, পরিকল্পনা করা, রদবদল করা, পুনর্নির্মাণ করা, সম্পর্ক স্থাপন করা, গোছানো, পুনর্লিখন করা, বদলানো, সংক্ষিপ্ত করা, বলা, লেখা।

মূল্যায়ন : ধারণা আথবা বস্তুর মূল্য সম্পর্কে মত প্রকাশ।

উদাহরণ --- সব চেয়ে কার্যকর সমাধান নির্বাচন। সব চেয়ে শিক্ষিত ব্যক্তিকে নিযুক্ত করা। আয়ব্যয়ের নতুন হিসাব ব্যাখ্যা করা এবং তাঁর যৌক্তিকতা প্রমান করা।

মূল শব্দ --- গুণ বিচার করা, তুলনা করা, সিদ্ধান্ত করা, বৈসাদৃশ্য দেখাতে তুলনা করা, সমালোচনা করা, সমর্থন করা, বর্ণনা করা, বৈষম্য করা, মূল্যায়ন করা, ব্যাখ্যা করা, যুক্তি দেখানো, সম্পর্ক স্থাপন করা, সারাংশ করা।

সর্বশেষ সংশোধন করা : 6/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate