অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

তপন সিংহ

তপন সিংহ

(২ অক্টোবর ১৯২৪ – ১৫ জানুয়ারি ২০০৯)

জন্ম কলকাতায়। প্রমীলা ও ত্রিদিবেশ সিংহের পঞ্চম সন্তান। শিক্ষা ভাগলপুর ও কলকাতায়, ফিজিক্সে এমএসসি। কর্মজীবনের শুরু নিউ থিয়েটার্স ও ক্যালকাটা মুভিটোন স্টুডিয়োয় শব্দযন্ত্রী হিসাবে; পরে লন্ডনের পাইনউড স্টুডিয়োয়। 'অঙ্কুশ' (১৯৫৪) ছবি দিয়ে কাজ শুরু। চতুর্থ ছবি 'কাবুলিওয়ালা' থেকে সর্বভারতীয় খ্যাতি। ক্রমশ বিশ্বপরিচিতি, দেশে ও বিদেশে বহু সম্মান ও পুরস্কার লাভ। শ্রেষ্ঠ ভারতীয় ছবির জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন একাধিক বার, পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারও।

ছবির তালিকা

  • ১। ডটার্স অফ দিস সেঞ্চুরি (২০০১)
  • ২। আনোখা মোতি (২০০০)
  • ৩। আজব গাঁয়ের আজব কথা (১৯৯৮)
  • ৪। হুইল চেয়ার (১৯৯৪)
  • ৫। অন্তর্ধান (১৯৯২)
  • ৬। এক ডক্টর কি মউত (১৯৯১)
  • ৭। আজ কা রবিনহুড (১৯৮৭)
  • ৮। আতঙ্ক (১৯৮৬)
  • ৯। বৈদূর্য রহস্য (১৯৮৫)
  • ১০। দিদি ( ১৯৮৪)
  • ১১। আদমি আউর আওরত (দূরদর্শন, ১৯৮৪)
  • ১২। মানুষ (১৯৮৩)
  • ১৩। অভিমন্যু (১৯৮৩)
  • ১৪। আদালত ও একটি মেয়ে (১৯৮২)
  • ১৫। বাঞ্ছারামের বাগান (১৯৮০)
  • ১৬। সবুজ দ্বীপের রাজা (১৯৭৯)
  • ১৭। সফেদ হাতি (১৯৭৭)
  • ১৮। সাগিনা (১৯৭৪, হিন্দি)
  • ১৯। জিন্দেগি জিন্দেগি (১৯৭২)
  • ২০। এখনই (১৯৭১)
  • ২১। সাগিনা মাহাতো (১৯৭০)
  • ২২। আপনজন (১৯৬৮)
  • ২৩। হাটে বাজারে (১৯৬৭)
  • ২৪। গল্প হলেও সত্যি (১৯৬৬)
  • ২৫। আরোহী (১৯৬৫)
  • ২৬। অতিথি (১৯৬৫)
  • ২৭। জতুগৃহ (১৯৬৪)
  • ২৮। নির্জন সৈকতে (১৯৬৩)
  • ২৯। হাঁসুলী বাঁকের উপকথা (১৮৬২)
  • ৩০। ঝিন্দের বন্দী (১৯৬১)
  • ৩১। ক্ষুধিত পাষাণ (১৯৬০)
  • ৩২। ক্ষণিকের অতিথি (১৯৫৯)
  • ৩৩। কালা মাটি (১৯৫৮)
  • ৩৪। লৌহ কপাট (১৯৫৭)
  • ৩৫। কাবুলীওয়ালা (১৯৫৬)
  • ৩৬। টনসিল (১৯৫৬)
  • ৩৭। উপহার (১৯৫৫)
  • ৩৮। অঙ্কুশ (১৯৫৪)

সূত্র: clickforboi.in

সর্বশেষ সংশোধন করা : 2/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate