এই আইনে এমন সব কাজের তালিকা রয়েছে, যেগুলি আইন অনুযায়ী অত্যাচার বলে স্বীকৃত। তার মধ্যে কয়েকটি অপরাধের শাস্তি ৫ বছর পর্যন্ত কারাবাস এবং জরিমানা।
এই কাজগুলির মধ্যে রয়েছে, কোনও তফসিলি জাতি বা উপজাতির ব্যক্তিকে অখাদ্য বা নোংরা জিনিস খেতে জোর করা, তাদের নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করা বা এমন কোনও কাজ করা যা মানবতার অপমান, তফসিলি জাতি ও উপজাতির কোনও জমি ব্যবহার বা হস্তান্তর করা ইত্যাদি। অন্যান্য অত্যাচারে আলাদা শাস্তির বিধান আছে। যেমন, কোনও ব্যক্তি যদি আদালতে কোনও তফসিলি জাতি বা উপজাতির ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যপ্রমাণ দেয়, তবে তার আজীবন কারাবাস এবং জরিমানা হবে, তফসিলি জাতি বা উপজাতির ব্যক্তির সম্পত্তিতে অগ্নিসংযোগ করলে ৭ বছর পর্যন্ত কারাবাস ও জরিমানা হতে পারে, দণ্ডবিধিতে যে সব অপরাধে ১০ বছর বা তার বেশি কারাবাসের বিধান আছে, সেগুলি যদি তফসিলি জাতি বা উপজাতির কোনও ব্যক্তি বা তার সম্পত্তির ক্ষেত্রে হয়, তা হলে এই আইনের বলে আজীবন কারাবাস ও জরিমানা হবে।
আরও জানতে দেখুন- Scheduled Castes and Scheduled Tribes Act, 1989
সর্বশেষ সংশোধন করা : 12/28/2019