“ আইনের সঙ্গে লড়াইয়ে রত শিশু ” কথার অর্থ হল কোনও অপরাধ করেছে বলে যে শিশু বা কিশোর অভিযুক্ত হয়েছে।
• আইনের সঙ্গে লড়াইয়ে রত শিশুর বিষয়টি দেখতে, তার জামিনের ব্যবস্থা করতে বা শিশুটির স্বার্থে এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি করতে প্রতিটি জেলায় বা কয়েকটি জেলা মিলিয়ে একটি কিশোর ন্যায়বিচার বোর্ড তৈরি করার কথা প্রতিটি রাজ্য সরকারের। কৈশোরসুলভ অপরাধপ্রবণতা বা আইনের সঙ্গে লড়াইয়ে রত শিশু
কোনও শিশু অপরাধ করলে, ওই একই অপরাধে বড়রা যা সাজা পায় তা থেকে তাদের রক্ষা করা হয়ে থাকে। কিশোর ন্যায়বিচার (যত্ন ও সুরক্ষা) আইন, ২০০০ অনুযায়ী সেই শিশুকে অপরাধী বলে চিহ্নিত করা হয় না। তাকে ‘আইনের সঙ্গে লড়াইয়ে রত শিশু’ বলে বর্ণনা করা হয়।
এই আইন অনুযায়ী ‘আইনের সঙ্গে লড়াইয়ে রত’ প্রতিটি শিশুর জামিনের অধিকার আছে এবং তাকে জামিন দেওয়া বাধ্যতামূলক যদি না তাতে শিশুটির প্রাণসংশয় হওয়ার সম্ভাবনা থাকে। জেলে পাঠানোর বদলে এই আইনগুলির উদ্দেশ্য শিশুকে সংশোধন করা, তাকে উপদেশ দিয়ে ও ভর্ৎসনা করে সাময়িক ভাবে মুক্তি দিয়ে লক্ষ রাখা অথবা তাদের দায়িত্ব কোনও বিশেষ হোমের উপরে ন্যস্ত করা।
সর্বশেষ সংশোধন করা : 7/7/2019