স্বাধীনতার আগে থেকেই গান্ধীজির স্বপ্নকে পাথেয় করে খাদি ও গ্রামীণ শিল্পকে কেন্দ্র করে একটি বোর্ড গঠন করার উদ্যোগ শুরু হয়। স্বাধীন ভারতে এই বোর্ড খাদি গ্রামোদ্যোগ শিল্প নিগমের অধীনে কাজ করতে শুরু করে। গোড়ায় খাদি সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি,বিশেষ করে গ্রামীণ কুটির শিল্পের বিস্তার নিয়ে তারা বেশি ব্যস্ত ছিল। পরবর্তীকালে এর সঙ্গে ক্ষুদ্র শিল্প যুক্ত হয়। বিশেষ করে গ্রামে ক্ষুদ্র শিল্পের বিস্তার সংক্রান্ত কাজগুলির অনেকটাই খাদি গ্রামোদ্যোগ বোর্ড বা কেভিআইবির অন্তর্গত হয়। এখন কেভিআইসি বা নিগমের বেশিরভাগ কাজই বোর্ডের মাধ্যমে রূপায়িত হয়। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি ধরে বিচার করলে দেখা যায় খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড নিগমের ৯০ শতাংশ কর্মসূচি রূপায়িত করে। আপাতত দেশে বিভিন্ন রাজ্যগুলিতে ২৬ টি রাজ্য কেভিআইসি বোর্ড রয়েছে। চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও বোর্ডের অস্তিত্ব রয়েছে। রাজ্য কেভিআইসি বোর্ডগুলির সদর দফতর খাদি ও গ্রামোদ্যোগ নিগমের রাজ্য দপ্তরগুলির মতো করে গঠিত।অর্থাৎ সংগঠনের গঠন কাঠামো এবং দপ্তরের কাঠামো অনেকটা একই রকম। রাজ্য স্তরে বোর্ডগুলির মাথায় রয়েছেন একজন মুখ্য কার্যনির্বাহী অফিসার বা সিইও। সঙ্গে থাকেন অর্থনৈতিক উপদেষ্টা বা ফিনান্সিয়াল অ্যাডভাইসার, এক্সেকিউটিভ অফিসার, রেজিস্ট্রার,ডেভলপমেন্ট অফিসার,অ্যাকাউন্টস অফিসার, টেকনিকাল অফিসার,অফিস স্টাফ অর্থাৎ প্রশাসনিক কর্মী নিয়ে রাজ্য স্তরের বোর্ড গঠিত হয়। দেখা গিয়েছে, বিহার,মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা,রাজস্থান, উত্তরপ্রদেশ,তামিলনাড়ু ছাড়া আর সমস্ত রাজ্যে রাজ্যস্তরের বোর্ডে যথাযথ কর্মী রয়েছে।
রাজ্যস্তরের বোর্ড ছাড়াও বোর্ডের কাজকর্ম চালানোর জন্য জেলাস্তরের একটি করে কমিটি করা হয়। কমিটিতে থাকেন চার-পাঁচজন বিধায়ক, বোর্ডের জেলা অফিসার,জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার। জেলা শাসক বা কালেক্টর হন এই কমিটির আহ্বায়ক।
২৭/৫২০ প্রবীণ ভবন, নিউ শান্তি নগর
রায়পুর – ৪৯২০০১
ফোন – ০৭৭১-২৪২২৮৪৬, ২২২১২৬০
ফ্যাক্স – ০৭৭১-২৪৩৬৭০৭, ৪০৮০২৬০
৭৪ এরিয়া হিলস, কেন্দ্রীয় বিদ্যালয়ের কাছে
ভোপাল – ৪৬২০০১
ফোন – ০৭৫৫-২৪৪১০৬১
ফ্যাক্স - ০৭৫৫-২৪৪১১৬১, ২৫৫৩২৪৬
ই-মেল - mdmpkvib@gmail.com
সর্বশেষ সংশোধন করা : 8/15/2019