দেশের বিভিন্ন জায়গায় অপ্রচলিত শক্তি সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থা গড়ে তোলা হয়েছে।এই সংস্থাগুলি প্রশিক্ষণের ব্যবস্থা করে। পাশাপাশি অপ্রচলিত শক্তি সংক্রান্ত পরিকল্পনা রূপায়নের ক্ষেত্রেও উপযুক্ত ভূমিকা গ্রহণ করে। দেশে অপ্রচলিত বিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে অন্যতম সৌরবিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্প। ভৌগলিক বৈচিত্রের দেশ ভারতবর্ষে সূর্যকিরণের অভাব নেই,অভাব নেই বায়ুশক্তিরও। সূর্যকিরণের প্রাপ্তির ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান পৃথিবীর দেশগুলির মধ্যে ওপরের দিকেই রয়েছে। এ দেশে বছরে সূর্যকিরণ থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ ৫ হাজার কিলোওয়াট ট্রিলিয়ন আওয়ার।প্রকৃতির এই দানকে কাজে লাগিয়ে দেশে বিদু্যৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। সৌর বিদু্যৎ উৎপাদনের জন্য কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে সোলার মিশন প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য দেশে ২০১৩ সালের মধ্যে ১ গিগাওয়াট এবং ২০২০ সালের মধ্যে ২০ গিগাওয়া সৌর বিদ্যুৎ উৎপাদন করা। এ ব্যাপারে গুজরাট ও রাজস্থান সরকারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। গুজরাট সরকার ২০০৯ সালে তাদের সৌর বিদ্যুৎ নীতি ঘোষণা করেছে যার অন্যতম হল অনেকগুলি সৌর পার্ক গঠন করা। ইতিমধ্যে পাটান জেলায় তারা গঠন করেছে চারানকাকা সোলার পার্ক। এবং সেখানে উৎপাদন ক্ষমতা সৃষ্টি হয়েছে ২২১ মেগাওয়াট। এইসব পার্ক গঠনের একটি অন্যতম উদ্দেশ্য,সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে সরকারের সহযোগিতায় সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। তাছাড়া বহুতল আবাসনগুলির ছাদের ওপর সৌরকোষ বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সরকার এই সব আআসনগুলিকে নির্দেশ দিয়েছে। তবে বেশিরাগ আবাসনই অবশ্য নির্দেশ উপেক্ষা করে চলেছে।
এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে গেলে সার্বিকভাবে দেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই মতোই গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্রগুলি।
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (এনআরএসই)
ইলেক্ট্রিসিটি ডিপার্টমেন্ট
অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
এনআরএসই ডিভিশন, প্রতাপপুর
পোর্টব্লেয়ার – ৭৪৪১০৫
ফোন – ০৩১৯২-২৫০৫৭৭, ফ্যাক্স - ০৩১৯২-২৫০৯৩০
ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার
দাদরা ও নগর হাভেলি প্রশাসন
সিলভাসা, দমন
ফোন – ০২৬০-২২৩০৪৭৩ (অ), ফ্যাক্স – ০২৬০-২২৩০৫৫০
ই-মেল - devcom-dd@nic.in
ওয়েবসাইট-অ্যাডমিনিস্ট্রেটিভ কন্টাক্ট
প্রজেক্ট ডিরেক্টর (আইআরইপি)
রিনিউয়েবল এনার্জি এজেন্সি অফ পুদুচেরি
১০, সেকেন্ড মেন রোড
ইলাঙ্গো নগর, পুদুচেরি – ১১
ফোন – ০৪১৩-২২৪৪২১৯ (অ), ফ্যাক্স – ০৪১৩-৩৩৩৬০১
ডিরেক্টর (সায়েন্স অ্যান্ড টেকনোলজি)
চণ্ডীগড় প্রশাসন
অ্যাডিশন্যাল টাউন হল বিল্ডিং
দ্বিতীয় তল, সেক্টর – ১৭সি, চণ্ডীগড়
ফোন – ০১৭২-২৭৪৫৫০২ (অ), ফ্যাক্স – ০১৭২-২৬২৬৬৯৮
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
ইলেক্ট্রিসিটি ডিপার্টমেন্ট
লাক্ষাদ্বীপ প্রশাসন
ইলেক্ট্রিসিটি ডিভিশন অফিস
লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল
কাভারাত্তি – ৬৮২৫৫৫
ফোন – ০৪৮৯৬-২৬২৩৬৩
ফ্যাক্স – ০৪৮৯৬-২৬২৯৬৩
ই-মেল - lk-ktelect@nic.in
ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেডের (আইরেডা)
তৃতীয় তল, আগস্ট ক্রান্তি ভবন
ভিকাজি কামা প্লেস
নিউ দিল্লি – ১১০০৬৬
ফোন - +৯১-১১-২৬৭১৭৪০০-২৬৭১৭৪১২
ফ্যাক্স - +৯১-১১-২৬৭১৭৪১৬/২৪৬০২৮৫৫
ই-মেল - cmd@ireda.gov.in
ওয়েবসাইট - http://www.ireda.gov.in/
ন্যাশনাল হেল্পলাইন ফর সোলার ওয়াটার হিটার – ১৮০০ ২৩৩ ৪৪ ৭৭
সর্বশেষ সংশোধন করা : 12/15/2019